Breaking







Wednesday, 25 December 2024

WBPSC IDO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | WBPSC IDO Recruitment 2024

WBPSC IDO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | WBPSC IDO Recruitment 2024

WBPSC IDO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | WBPSC IDO Recruitment 2024
WBPSC IDO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | WBPSC IDO Recruitment 2024
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি খুব শীঘ্রই ডিটেইলড নোটিফিকেশন প্রকাশ করে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। 

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাধারণ বিষয়গুলি নিম্নে উল্লেখ করা আছে।

IDO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

❏ পদের নাম:: ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। 

❏ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে।

❏ বয়সসীমা:: আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

❏ আবেদন মূল্য:: আবেদন মূল্য ১৬০/- টাকা। তবে এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।

❏ নিয়োগ পদ্ধতি:: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::

শর্ট নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রাম চ্যানেলClick Now

***পিএসসি IDO পরীক্ষার ডিটেইলড নোটিফিকেশন এবং ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।

No comments:

Post a Comment