Breaking







Friday, 27 December 2024

SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | SBI PO Recruitment 2025

SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | SBI PO Recruitment 2025

SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | SBI PO Recruitment 2025
SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | SBI PO Recruitment 2025
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৬০০টি শুন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগের কথা উল্লেখ করা আছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিম্নে উল্লেখ করা হলো।

❏ পরীক্ষার নাম:: প্রবেশনারি অফিসার (Probationary Officer)।

❏ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

❏ বয়সসীমা:: ১লা এপ্রিল ২০২৪ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

❏ আবেদন মূল্য:: ৭৫০/- টাকা; তবে SC, ST ও PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।

❏ নিয়োগ পদ্ধতি:: প্রিলিমিনারি, মেন ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

❏ গুরুত্বপূর্ণ তারিখ::

আবেদন প্রক্রিয়া শুরু ২৭শে ডিসেম্বর ২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ ১৬ই জানুয়ারি ২০২৫

***এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::

অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল Click Now

No comments:

Post a Comment