7th November 2024 Current Affairs in Bengali | ৭ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
7th November 2024 Current Affairs in Bengali | ৭ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 7th November 2024
1.জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় ৭ই নভেম্বর।
2.3rd MAHASAGAR Summit on Maritime Security হোস্ট করলো ইন্ডিয়ান নেভি।
3.ইউরোপিয়ান স্পেস এজেন্সির PROBA-3 মিশনটি ডিসেম্বরে লঞ্চ করতে চলেছে ভারত।
4.World Soft Tennis Championship-এ রুপোর মেডেল জিতলেন ভারতের তনুশ্রী পান্ডে।
5.“First in the World Challenge” নামে একটি উদ্যোগ চালু করলো ICMR.
6.AI Readiness Index 2023-এ ভারতের স্থান ৭২; প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।
7.ভারতের নতুন কনস্যুলেটের উদ্বোধন করা হলো অস্ট্রেলিয়ার ব্রিসবনে।
8.সম্প্রতি তাপ প্রবাহকে রাজ্য দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে তামিলনাড়ু।
9.32nd Central Hindi Committee Meeting অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে।
10.নাগাল্যান্ডের ১৭তম জেলায় পরিণত হয়েছে মেলুরি।
No comments:
Post a Comment