Breaking



Monday 8 April 2024

GK Questions for Food SI | Miscellaneous | Clerkship Exam

জিকে প্রশ্ন PDF | GK Questions for Food SI | Miscellaneous | Clerkship Exam | Part-02

জিকে প্রশ্ন PDF | GK Questions for Food SI | Miscellaneous | Clerkship Exam | Part-02
GK Questions for Food SI | Miscellaneous | Clerkship Exam
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গুরুত্বপূর্ণ কতকগুলি জিকে প্রশ্ন PDF টি শেয়ার করলাম। যেগুলি তোমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ফুড সাব ইন্সপেক্টর, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

GK Questions for Food SI | Miscellaneous | Clerkship Exam

০১. সিজদা প্রথা কে চালু করেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন।

০২. সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮২ সালে। 

০৩. লিটল কর্পোরেল কার উপাধি ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপোর্ট। 

০৪. স্বদেশ ও স্বাধীনতা বইটি কার লেখা  ?
উত্তরঃ অশ্বিনীকুমার দত্ত।

০৬. কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয় ?
উত্তরঃ ভারতের নীলকণ্ঠ পাহাড়কে।

০৭. ডাউকি নদী কোন রাজ্যে দেখা যায় ?
উত্তরঃ মেঘালয়।

০৮. মহারাষ্ট্রে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি ?
উত্তরঃ রত্নগিরি।

০৯. ভারতের কালো টাকার হিসাব সর্বপ্রথম কোন কমিটি করেছিল ?
উত্তরঃ ওয়াঞ্চ কমিটি।

১০. কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৬২ সালে।

১১. জেলা পরিষদের কার্যকাল কত বছর ?
উত্তরঃ পাঁচ বছর।

১২. আগ্রার অন্ধ কবি বলে অভিহিত করা হয় কাকে ?
উত্তরঃ সুরদাসকে।

১৩. সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ কোথাকার লোক ?
উত্তরঃ উত্তর প্রদেশ।

১৪. কোন শহরের ডাক নাম ‘দি বিগ অ্যাপেল’ ?
উত্তরঃ নিউইয়র্ক।

১৫. কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ?
উত্তরঃ ক্লোরিন।

১৬. ওয়ারশ কোন দেশের রাজধানী ?
উত্তরঃ পোল্যান্ড।

১৭. রোজ মেটাল তৈরি হয় কি কি দিয়ে ?
উত্তরঃ টিন, সীসা, বিসমাথের মিশ্রণ।

১৮. বদ্রীনাথ কোন দেবতার মন্দির ?
উত্তরঃ বিষ্ণুর।

১৯. নীললোহিত কার ছদ্মনাম ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।

২০. আকবর মৃত্যু বরণ করেছিলেন ?
উত্তরঃ ১৬০৫ সালে।

২১. সবচেয়ে ভারী মাকড়সার নাম কি ?
উত্তরঃ ট্যারান্টুলা।

২২. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ৮ই সেপ্টেম্বর।

২৩. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ ?
উত্তরঃ ফড়িং।

২৪. মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?
উত্তরঃ দুইটি।

২৫. সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ ১৯৩৮ সালে।

২৬. জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয় ?
উত্তরঃ ৬ই আগস্ট ১৯৪৫ সালে।

২৭. বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কি ?
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী।

২৮. প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিলেন ?
উত্তরঃ ডি. আইসেন হাওয়ার।

২৯. কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন।

৩০. রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।

৩১. হুড্রু জলপ্রপাতটি অবস্থিত ?
উত্তরঃ রাঁচিতে।

৩২. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে।

৩৩. 'আয়ুর্বেদ দীপিকা' গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ চক্রপানি দত্ত।

৩৪. আকবরের সভাকবি বীরবলের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ মহেশ দাস।

৩৫. কচ্ছের রাণ অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায় ?
উত্তরঃ বুনো গাধা।

৩৬. কোন ভারতীয় স্মৃতিসৌধের উপর দিয়ে উড়ান নিষিদ্ধ ?
উত্তরঃ তাজমহল।

৩৭. আলোকবর্ষ কীসের একক ?
উত্তরঃ মহাজাগতিক দূরত্ব পরিমাপের।

৩৮. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ খিজির খান।

৩৯. ইরানের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ পারস্য।

৪০. লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মার্সি

৪১. কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে ?
উত্তরঃ চিংড়ির।

৪২. কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয় ?
উত্তরঃ ইউক্রেনকে।

৪৩. ধূমকেতুর লম্বা লেজটি কি দিয়ে তৈরি ?
উত্তরঃ ধুলো।

৪৪. কোন নদীর উপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল ?
উত্তরঃ নীলনদ।

৪৫. কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ?
উত্তরঃ ক্লোরিন।

৪৬. কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ?
উত্তরঃ ব্যাবিলনে।

৪৭. ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয় ?
উত্তরঃ ১৮৫৮ সালে।

৪৮. বেসবল কোন দেশের জাতিয় খেলা ?
উত্তরঃ আমেরিকার।

৪৯. জেমস বন্ড উপন্যাসের লেখক কে ?
উত্তরঃ ইয়ান ফ্লেমিং।

৫০. ভাকরা বাঁধের উচ্চতা কত ?
উত্তরঃ ২২৬ মিটার।

৫১. কোন ইউরোপিয়ান শহর সিটি অফ লাইট নামে পরিচিত ?
উত্তরঃ প্যারিস।

৫২. প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ মার্ক-ওয়ান।

৫৩. কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
উত্তরঃ ১৯৪১ সালে। 

৫৪. অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ মহাত্মা গান্ধী। 

৫৫. ৫৭তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে ?
উত্তরঃ দামোদর মৌজো। 

৫৬. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে ?
উত্তরঃ লাহোর অধিবেশনে। 

৫৭. বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 

৫৮. নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায় ?
উত্তরঃ ৩২৪ নং ধারায়। 

৫৯. ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে।  

৬০. ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎসের নাম লেখো।
উত্তরঃ বাদাম। 

৬১. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে ছিলেন ?
উত্তরঃ লুইপা। 

৬২. কাকে সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় ?
উত্তরঃ হার্বাট স্পেন্সরকে। 

৬৩. গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত ? 
উত্তরঃ যুক্তরাজ্যে।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
 
File Details:
PDF Name : GK Questions for Food SI | Miscellaneous | Clerkship Exam
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment