6th November 2024 Current Affairs in Bengali | ৬ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 6th November 2024
1.Hanley Passport Index 2024-এ ভারতের স্থান ৮৩; প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর।
2.International Solar Alliance (ISA)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন আশীষ খান্না।
3.পঞ্চম 'VINBAX-2024' যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত-ভিয়েতনামের মধ্যে।
4.প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য আলজেরিয়ার সাথে MoU স্বাক্ষর করলো ভারত।
5.সমস্ত রাজ্য সরকারি পরিষেবাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ ৩৩% থেকে বাড়িয়ে ৩৫% করেছে মধ্যপ্রদেশ।
6.বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণ করলো জাপান।
7.সম্প্রতি ৬৩ বছর বয়সে মারা গেলেন ফ্যাশন ডিজাইনার রোহিত বল।
8.সন্ত্রাসবিরোধী এবং ক্রিমিনাল অপারেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মান পেয়েছে আসাম পুলিশ।
9.Collins Dictionary-এর দ্বারা 2024 Word of the Year তকমা পেল “Brat” শব্দটি।
10.Oscars 2025-এর জন্য কোয়ালিফাই করলো কন্নড় ভাষার শর্টফিল্ম 'Sunflowers Were the First Ones to Know'.
No comments:
Post a Comment