Breaking







Tuesday, 19 November 2024

19th November 2024 Current Affairs in Bengali | ১৯শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

19th November 2024 Current Affairs in Bengali | ১৯শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

19th November 2024 Current Affairs in Bengali | ১৯শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
19th November 2024 Current Affairs in Bengali | ১৯শে নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 19th November 2024

1.বিশ্ব টয়লেট দিবস পালন করা হয় ১৯শে নভেম্বর; এবছরের থিম হলো-'Toilets-A Place for Peace'.

2.Supreme Court legal Services Committee (SCLSC)-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সূর্য কান্ত।

3.Jauljibi Mela 2024 উদ্বোধন করা হলো উত্তরাখণ্ডের পিথোরাগড়ে।

4.সর্বকনিষ্ঠ White House Press Secretary হিসেবে নিযুক্ত হলেন ২৭ বছর বয়সী Karoline Leavitt.

5.ভারতীয় পাওয়ার গ্রিডের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।

6.দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন হরভজন সিং এবং সানিয়া মির্জা।

7.'Come and Install Solar Power Projects' উদ্যোগ চালু করেছে হিমাচল প্রদেশ।

8.মরিশাসে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ শ্রীবাস্তব।

9.ওড়িশার ২৪টি উপকূলীয় গ্রামকে ‘Tsunami Ready’ হিসেবে স্বীকৃতি দিয়েছে UNESCO.

10.UNICORN Mast Co-Development-এর জন্য জাপানের সাথে MoI স্বাক্ষর করলো ভারত।

No comments:

Post a Comment