18th November 2024 Current Affairs in Bengali | ১৮ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 18th November 2024
1.World Day of Remembrance for Road Traffic Victims পালন করা হয় নভেম্বর মাসের তৃতীয় রবিবার।
2.Asia-Pacific Economic Summit 2024 অনুষ্ঠিত হলো পেরুর লিমাতে।
3.ভারতে প্রথম Direct-to-Device (D2D) স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করলো BSNL.
4.AI-enabled e-Tarang System চালু করলো প্রতিরক্ষা মন্ত্রণালয়।
5.Professional Golf Tour of India (PGTI)-এর নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন আমানদীপ জোহাল।
6.সিলভাসার জান্দা চকে স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
7.সম্প্রতি প্রকাশিত ICC ODI Bowler Rankings-এ প্রথম স্থানে রয়েছেন শাহীন আফ্রিদি।
8.Women’s World Billiards Championship 2024 শিরোপা জিতলেন শ্রুতি এল।
9.আমেরিকার Health and Human Services Secretary হিসেবে নিযুক্ত হলেন Robert Kennedy Jr.।
10.Y-সিরিজের স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী সুহানা খানকে নিযুক্ত করেছে Vivo কোম্পানি।
No comments:
Post a Comment