15th November 2024 Current Affairs in Bengali | ১৫ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
15th November 2024 Current Affairs in Bengali | ১৫ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 15th November 2024
1.বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় ১৫ই নভেম্বর।
2.Indian Oil Corporation-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দর সিং সাহনি।
3.সম্প্রতি Anti-Slavery Commissioner নিয়োগ করেছে অস্ট্রেলিয়া।
4.43rd India International Trade Fair (IITF) শুরু হয়েছে নিউ দিল্লীর প্রগতি ময়দানে।
5.সম্প্রতি ডোমিনিকার সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
6.35th Tri-services Commanders' Conference অনুষ্ঠিত হলো কোচিতে।
7.North Eastern Handicrafts & Handlooms Development Corporation-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মারা কোচো।
8.২০২৪ অক্টোবর মাসে ICC Men’s Player of the Month Award জিতলেন পাকিস্তানের ক্রিকেটার Noman Ali.
9.২০২৪ অক্টোবর মাসে ICC Women’s Player of the Month Award জিতলেন নিউজিল্যান্ডের Amelia Kerr.
10.Pinfenon (S)(R) নামে অ্যানিম্যাল সাপ্লিমেন্টের জন্য বিশ্বের প্রথম পেটেন্ট অর্জন করলো Scarecrow Incorporated কোম্পানি।
No comments:
Post a Comment