Thursday, 14 November 2024

14th November 2024 Current Affairs in Bengali | ১৪ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

14th November 2024 Current Affairs in Bengali | ১৪ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

14th November 2024 Current Affairs in Bengali | ১৪ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
14th November 2024 Current Affairs in Bengali | ১৪ই নভেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 14th November 2024

1.বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় ১৪ই নভেম্বর; এবছরের থিম হলো- “Breaking Barriers, Bridging Gaps”.

2."Orbital" উপন্যাসের জন্য ২০২৪ সালের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা Samantha Harvey.

3.Chennai Grandmasters 2024 Masters Title জিতলেন অরবিন্দ চিতাম্বরম।

4.সম্প্রতি ৮৮ বছর বয়সে মারা গেলেন মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পন্ডিত ভারাদারাও কমলাকার রাও।

5.National Workshop on Higher and Technical Education-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

6.লক্ষ্ণৌতে রাজ্যের প্রথম ডাবল-ডেকার ইলেকট্রিক বাস পরিষেবা চালু করলো উত্তরপ্রদেশ সরকার।

7.16th India Game Developer Conference শুরু হয়েছে হায়দ্রাবাদে।

8.হাইতি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন Alix Didier Fils-Aime.

9.আগ্রায় IAF's C-295 Full Motion Simulator-এর উদ্বোধন করলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।

10.Central Industrial Security Force (CISF)-এ প্রথম সর্ব-মহিলা ব্যাটালিয়নকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

No comments:

Post a Comment