নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2024 Winners List in Bengali PDF
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে নোবেল পুরস্কার 2024 বিজয়ীদের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে নোবেল পুরস্কার ২০২৪ বিজয়ীদের নাম, ক্ষেত্র বা বিভাগ এবং কোন কৃতিত্ব বা অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে প্রভৃতি সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষায় ২০২৪ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? পদার্থ বিজ্ঞানে নোবেল ২০২৪ বিজয়ীর নাম কি? 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? 2024 সালে সাহিত্যে নোবেল পান কে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
নোবেল পুরস্কার 2024
বিভাগ | বিজয়ী | অবদান |
---|---|---|
চিকিৎসা বিজ্ঞান | মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুভকুন | মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে গবেষণা |
পদার্থ বিজ্ঞান | মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ-কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন | কৃত্রিম নিউরাল নেটওয়ার্কসহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য |
রসায়ন বিজ্ঞান | মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস | কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন এবং প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন নিয়ে গবেষণার জন্য |
সাহিত্য | দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং | মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার জন্য |
শান্তি | জাপানি সংগঠন নিহন হিডানকিও | পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য |
অর্থনীতি | তুর্কি-আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন অ্যাসেমোগ্লু, ব্রিটিশ-আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন ও জেমস এ রবিনসন | কীভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে সে বিষয়ে গবেষণার জন্য |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Nobel Prize 2024
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment