নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা PDF | Nobel Prize 2023 Winners List in Bengali PDF
![]() |
নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে নোবেল পুরস্কার ২০২৩ বিজয়ীদের নাম, ক্ষেত্র বা বিভাগ এবং কোন কৃতিত্ব বা অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে প্রভৃতি সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষায় ২০২৩ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে? পদার্থ বিজ্ঞানে নোবেল ২০২৩ বিজয়ীর নাম কি? ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
নোবেল পুরস্কার 2023
বিভাগ | বিজয়ী | অবদান |
---|---|---|
চিকিৎসা বিজ্ঞান | হাঙ্গারির ক্যাটালিন কারিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু উইসম্যান | কোভিড-১৯ এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কার |
পদার্থ বিজ্ঞান | মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল'হুইলিয়ার | ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতি |
রসায়ন বিজ্ঞান | মার্কিন যুক্তরাষ্ট্রের মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ |
কোয়ান্টাম ডটসের আবিষ্কার ও এর সংশ্লেষণ |
সাহিত্য | নরওয়ের জন ফসে | তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্য না বলা কথাকে কণ্ঠ দিয়েছে |
শান্তি | ইরানের নার্গিস মোহাম্মদী | ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রসারের আপোষহীন সংগ্রাম |
অর্থনীতি | মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন | শ্রমবাজারে নারীদের অবদান সম্পর্কে আমাদের ধারণার উন্নতির জন্য |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Nobel Prize 2023
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
কোন দেশের ওটা এড করলে ভালো হয়
ReplyDelete