15th October 2024 Current Affairs in Bengali | ১৫ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
15th October 2024 Current Affairs in Bengali | ১৫ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 15th October 2024
1.ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় ১৫ই অক্টোবর; এবছরের থিম হলো-"Empowering Students to be Agents of Change".
2.অর্থনীতিতে ২০২৪ নোবেল পুরস্কার পেলেন Daron Acemoglu, Simon Johnson এবং James A. Robinson.
3.ISSF Junior World Cup 2025-এর হোস্টিং রাইটস পেয়েছে ভারত।
4.সম্প্রতি ১৪তম মহারত্ন মর্যাদা পেয়েছে Hindustan Aeronautics Limited (HAL) কোম্পানি।
5.Asia Human Resource Development (ASIAHRD) কর্তৃক Lifetime Achievement Award-এ ভূষিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
6.সম্প্রতি ৫৭ বছর বয়সে মারা গেলেন অধ্যাপক জিএন সাইবাবা।
7.'কার্বন নিউট্রাল সার্টিফিকেট' পেল দিল্লী মেট্রোর Blue Line.
8.Women's Asian Champions Trophy 2024-এর ম্যাসকটের নাম Gudiya.
9.Breast Cancer Awareness Month হিসেবে পালন করা হয় অক্টোবর মাসটিকে।
10.UNICEF-এর স্বাস্থ্য ও পুষ্টি সহায়তার তৃতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ হলো ভারত।
No comments:
Post a Comment