26th October 2024 Current Affairs in Bengali | ২৬শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
26th October 2024 Current Affairs in Bengali | ২৬শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 26th October 2024
1.সম্প্রতি প্রকাশিত FIFA র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের স্থান ১২৫তম।
2.পাটনায় বিহার রাজ্যের প্রথম Dry Port-এর উদ্বোধন করলেন বিহারের শিল্পমন্ত্রী নীতীশ মিশ্র।
3.31st Singapore-Indian Maritime Bilateral Exercise (SIMBEX) শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।
4.সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন নীনা মালহোত্রা।
5.আসামে ৫০০ মেগাওয়াট সোলার প্ল্যান্টের জন্য USD 434.3M ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
6.International Gita Mahotsav 2024 অনুষ্ঠিত হবে হরিয়ানায়।
7.সম্প্রতি রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।
8.T20I-তে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড করলো জিম্বাবুয়ে (৩৪৪ রান করে)।
9.সম্প্রতি ৮৬ বছর বয়সে মারা গেলেন আমেরিকান অভিনেতা Ron Ely.
10.২০২৫ সালে ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে তকমা পেল শিলং।
No comments:
Post a Comment