21st October 2024 Current Affairs in Bengali | ২১শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 21st October 2024
1.পুলিশ স্মরণ দিবস পালন করা হয় ২১শে অক্টোবর।
2.দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবার Women's T20 World Cup জিতলো নিউজিল্যান্ড।
3.দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের জন্য বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু করেছে হরিয়ানা।
4.সমস্ত সরকারি আবাসিক স্কুলের নাম পরিবর্তন করে 'Maharishi Valmiki Residential Schools' রাখবে কর্ণাটক।
5.অনলাইন স্ক্যাম মোকাবিলায় Meta-র সাথে “Scam Se Bachao” নামে উদ্যোগ চালু করেছে ভারত সরকার।
6.Lighthouse Tourism Conclave 2024-এর উদ্বোধন করেছেন শান্তনু ঠাকুর।
7.24th National Para-Swimming Championship অনুষ্ঠিত হলো গোয়ায়।
8.ঝাড়খন্ডের নতুন DGP হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার সিং।
9.দাতিয়া শহরে সরকারচালিত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজে "Pink Alarms" ইনস্টল করলো মধ্যপ্রদেশ।
10.Emerging Illustrator Category Award জিতলেন হরিয়ানার ২৫ বছর বয়সী আর্টিস্ট অদিতি আনন্দ।
No comments:
Post a Comment