মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অঙ্গ তালিকা PDF | বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গ | কোন রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়
![]() |
মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অঙ্গ |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অঙ্গ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে মানবদেহে হওয়া বিভিন্ন রোগ ও সেই রোগে আক্রান্ত অঙ্গ বা অংশের তালিকা দেওয়া আছে। টিউবারকুলেসিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন রোগ ও আক্রান্ত অঙ্গ
রোগ | রোগাক্রান্ত অঙ্গ |
---|---|
বেরিবেরি | স্নায়ুতন্ত্র |
প্যারালাইসিস | স্নায়ুতন্ত্র |
ডায়াবেটিস | অগ্ন্যাশয় |
রিকেট | অস্থি |
টনসিলাইটিস | গলার গ্রন্থি |
টাইফয়েড | অন্ত্র |
ম্যালেরিয়া | প্লীহা |
আর্থারাইটিস | হাড়ের সংযোগ স্থল |
সাইনুসাইটিস | মুখের হাড় |
রিউম্যাটিজম | অস্থি সন্ধি |
গলগণ্ড | থাইরয়েড গ্রন্থি |
গ্লোসিটিস | জিহ্বা |
ম্যানিনজাইটিস | মস্তিষ্ক |
ডিপথেরিয়া | গলা |
গয়টার | গলা ও চোখ |
স্কার্ভি | মাড়ি |
পাইরিয়া | দাঁত ও মাড়ি |
পোলিও | পা |
কোলাইটিস | বৃহদন্ত্র |
ওটাইটিস | কান |
বাত | সংযোগ স্থল |
কার্ডাইটিস | হৃদপিণ্ড |
প্লুরিসি | বক্ষপ্রাচীর |
জন্ডিস | যকৃত |
হেপাটাইটিস | যকৃত |
অ্যাজমা | ফুসফুস |
টিউবারকুলেসিস বা যক্ষ্মা | ফুসফুস |
প্লিউরাইসি | ফুসফুস |
নিউমোনিয়া | ফুসফুস |
ব্রঙ্কাইটিস | ফুসফুস |
একজিমা | ত্বক |
চুলকানি | ত্বক |
কুষ্ঠ | ত্বক |
কনজাংভাইটিস | চোখ |
গ্লুকোমা | চোখ |
ট্রাকোমা | চোখ |
লিইকোমিয়া | রক্ত |
হিমোফিলিয়া | রক্ত |
আলসার | পাকস্থলী |
গ্যাস্ট্রিক | পাকস্থলী |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হয়
File Details:
PDF Name : মানবদেহের বিভিন্ন রোগ ও রোগাক্রান্ত অঙ্গ
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment