19th October 2024 Current Affairs in Bengali | ১৯শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 19th October 2024
1.ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেল কাজিরাঙ্গা জাতীয় উদ্যান।
2.নিউ দিল্লীতে International Methanol Seminar and Expo 2024 এর আয়োজন করেছে NITI Aayog.
3.গ্রিসে অনুষ্ঠিত ACO World Chess Championship-এ সোনার মেডেল জিতেছেন গুরপ্রীত পাল সিং।
4.JSW Sports-এর Director of Cricket হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী।
5.ইন্ডিয়ান কোস্ট গার্ডের ২৬তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরমেশ শিবমণি।
6.Femina Miss India 2024 শিরোপা জিতলেন মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল।
7.5th National Water Awards 2023-এ সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে ওড়িশা।
8.কার্গিল যুদ্ধের ক্যাপ্টেন অমিত ভরদ্বাজের আত্মত্যাগকে সম্মান জানাতে কাকসার সেতুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ক্যাপ্টেন অমিত ভরদ্বাজ সেতু।
9.ভারতে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন Aishath Azeema.
10.জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুরিন্দর কুমার চৌধুরী।
No comments:
Post a Comment