18th October 2024 Current Affairs in Bengali | ১৮ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
18th October 2024 Current Affairs in Bengali | ১৮ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 18th October 2024
1.Maharashtra State Skills University-এর নাম পরিবর্তন করে Padma Vibhushan Ratan Tata Maharashtra State Skills University করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র।
2.International Brain Research Organisation (IBRO)-এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন শুভা টোলে।
3.বিশাখাপত্তনমে National Skill Training Institute Extension Centre-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী।
4.প্রতিবন্ধীদের জন্য একটি কর্মসংস্থান পোর্টাল চালু করেছে তেলেঙ্গানা।
5.চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য IAF World Space Award-এ সম্মানিত হয়েছেন ইসরো চেয়ারম্যান ড. এস সোমনাথ।
6.ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হচ্ছেন সঞ্জীব খান্না।
7.Internal Security in India-এর স্পেশাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন প্রবীন বশিষ্ঠ।
8.ISSF World Cup Final 2024-এ পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতীয় শ্যুটার অখিল শিওরান।
9.International Solar Alliance Assembly-এর সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হবে নিউ দিল্লীর ভারত মণ্ডপমে।
10.Mera Hou Chongba উৎসব পালিত হলো মণিপুরে।
No comments:
Post a Comment