Breaking







Sunday, 20 October 2024

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF

Indian Constitution GK in Bengali PDF | ভারতীয় সংবিধান জিকে PDF
ভারতীয় সংবিধান জিকে PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধান জিকে PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর

০১. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?
উত্তরঃ ড. বি.আর. আম্বেদকরকে।

০২. গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল।

০৩. গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই।

০৪. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় ?
উত্তরঃ সুপ্রিমকোর্টকে।

০৫. ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে ?
উত্তরঃ গণপরিষদ।

০৬. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

০৭. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ?
উত্তরঃ গণপরিষদ দ্বারা।

০৮. গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন ?
উত্তরঃ ২০৮ জন।

০৯. গণপরিষদে কতজন মুসলিম লিগের সদস্য ছিলেন ?
উত্তরঃ ৭৩ জন।

১০. ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল ?
উত্তরঃ ২৯৬ জন।

১১. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সচ্চিদানন্দ সিংহ।

১২. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।

১৩. ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।

১৪. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

১৫. স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তরঃ জি.ভি. মভলঙ্কার।

১৬. গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়।

১৭. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ দিল্লীর কনস্টিটিউশন হলে।

১৮. কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন ?
উত্তরঃ অধ্যাপক জে.সি. জোহারি।

১৯. কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন ?
উত্তরঃ আইভর জেনিংস।

২০. “গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত” - উক্তিটি কার ?
উত্তরঃ গ্রেনভিল অস্টিনের।

২১. ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
উত্তরঃ ভারতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে সংসদ সদস্য হতে হবে এবং বয়স কমপক্ষে ২৫ বছর হবে।

২২. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহরু।

২৩. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন ?
উত্তরঃ ১৮ বছর।

২৪. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।

২৫. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি ।

২৬. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট ।

২৭. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৮. পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের ?
উত্তরঃ ভারত।

২৯. হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

৩০. লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন ?
উত্তরঃ ২৫ বছর।

৩১. ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে ?
উত্তরঃ প্রস্তাবনা।

৩২. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫৯ সালে।

৩৩. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৫১ সালে।

৩৪. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তরঃ জেলা পরিষদ।

৩৫. ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯৪৬ সালে ।

৩৬. ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ?
উত্তরঃ ছয়টি।

৩৭. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ?
উত্তরঃ ছয় বছর।

৩৮. ভারতের সংসদ ক-কক্ষ বিশিষ্ট ?
উত্তরঃ দ্বিকক্ষ।

৩৯. লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ লোকসভার সদস্যগণ।

৪০. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ?
উত্তরঃ বিডিও।

৪১. যুগ্মতালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৪২. ভোটদানের অধিকার কি ধরণের অধিকার ?
উত্তরঃ রাজনৈতিক।

৪৩. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর ?
উত্তরঃ পাঁচ বছর।

৪৪. ভারতের সংবিধানে নবম তপসিল কবে সংযোজিত হয় ?
উত্তরঃ ১৯৫১ সালে।

৪৫. অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
উত্তরঃ লোকসভাতে।

৪৬. সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার ?
উত্তরঃ সুপ্রিমকোর্টের।

৪৭. ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ তিনটি।

৪৮. ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতির।

৪৯. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন ?
উত্তরঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন।

৫০. ৭৩তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয় ?
উত্তরঃ ১৯৯২ সালে।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Constitution GK in Bengali PDF
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download


2 comments:

  1. Bharoter jatio sangit rachona koren Rabindranath Thakur .
    (ai answer ta tik kore deben plz)

    ReplyDelete