10th October 2024 Current Affairs in Bengali | ১০ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 10th October 2024
1.বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় ১০ই অক্টোবর; এবছরের থিম হলো- "Mental Health At Work".
2.রসায়নে ২০২৪ নোবেল পুরস্কার পাচ্ছেন David Baker, John Jumper এবং Briton Demis Hassabis.
3.সম্প্রতি ৮৬ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা।
4.ন্যাশনাল হাইওয়ে ট্রাভেল এবং রাস্তার ধারের সুযোগ-সুবিধা বুস্ট করতে ‘Humsafar Policy’ চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
5.তৃতীয় বার্ষিক Mindfulness India Summit অনুষ্ঠিত হবে মুম্বাইতে।
6.Karolina Muchova-কে পরাজিত করে দ্বিতীয়বার China Open টাইটেল জিতলেন আমেরিকার টেনিস খেলোয়াড় Coco Gauff.
7.জার্মানিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন অজিত বিনায়ক গুপ্তে।
8.সম্প্রতি অবসর ঘোষণা করলেন স্পেনের টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল।
9.প্রথম ভারতীয় হিসাবে Spotify-এর Equal Global Ambassador হচ্ছেন শ্রেয়া ঘোষাল।
10.একটি জনস্বাস্থ্য সমস্যা হিসাবে সম্প্রতি ট্র্যাকোমা নির্মূল করেছে ভারত।
No comments:
Post a Comment