11th October 2024 Current Affairs in Bengali | ১১ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
11th October 2024 Current Affairs in Bengali | ১১ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 11th October 2024
1.আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয় ১১ই অক্টোবর; এবছরের থিম হলো-"Girls' Vision for the Future".
2.সাহিত্যে ২০২৪ নোবেল পুরস্কার পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার Han Kang.
3.Tata Trusts-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নোয়েল টাটা।
4.বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হবে কাইমুর জেলায়।
5.Indian Railways Financial Corporation (IRFC)-এর CEO, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন মনোজ কুমার দুবে।
6.সম্প্রতি ৮২ বছর বয়সে মারা গেলেন AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর ড. ভেনুগোপাল।
7.মুম্বাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস (IIS)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
8.মাদক পাচার মোকাবিলায় "সংকল্প" নামে উদ্যোগটি চালু করেছে হিমাচল প্রদেশ।
9.তিউনিসিয়ার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন Kais Saied.
10.Nestle India-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মণীশ তিওয়ারি।
No comments:
Post a Comment