9th October 2024 Current Affairs in Bengali | ৯ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
9th October 2024 Current Affairs in Bengali | ৯ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 9th October 2024
1.বিশ্ব ডাক দিবস পালন করা হয় ৯ই অক্টোবর; এবছরের থিম হলো-"150 years of enabling communication and empowering peoples across nations".
2.পদার্থ বিজ্ঞানে ২০২৪ নোবেল পুরস্কার পাচ্ছেন John J. Hopfield এবং Geoffrey E. Hinton.
3.দিল্লীতে DefConnect 4.0 এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
4.ফ্রান্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার সিংলা।
5.Singapore Open টাইটেল জিতলেন পঙ্কজ আদবানি।
6.BCCI's Anti-Corruption Unit (ACU)-এর চিফ হিসেবে নিযুক্ত হলেন শরদ কুমার।
7.সম্প্রতি অবসর ঘোষণা করলেন জিমন্যাস্ট দীপা কর্মকার।
8.মধ্যপ্রদেশ সরকার কর্তৃক Kishore Kumar Samman 2023-এ ভূষিত হলেন রাজকুমার হিরানি।
9.Asian Youth Archery Championship 2024-এ সিলভার মেডেল জিতলেন বৈষ্ণবী পাওয়ার।
10.25th Hornbill Festival-এর জন্য ওয়েলসের সাথে অংশীদারিত্ব করেছে নাগাল্যান্ড সরকার।
No comments:
Post a Comment