Breaking







Thursday, 5 September 2024

5th September 2024 Current Affairs in Bengali | ৫ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

5th September 2024 Current Affairs in Bengali | ৫ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

5th September 2024 Current Affairs in Bengali | ৫ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
5th September 2024 Current Affairs in Bengali | ৫ই সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 5th September 2024

1.জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় ৫ই সেপ্টেম্বর।

2.প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ পুরুষদের ডিসকাস থ্রো F-৫৬ ইভেন্টে রুপোর পদক জিতেছেন যোগেশ কাঠুনিয়া।

3.প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ সোনার পদক জিতলেন জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল।

4.AgriSURE Fund & Krishi Nivesh পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

5.বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আদিবাসী উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন বিনয় কুমার সোরেন।

6.ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল পাশ করলো পশ্চিমবঙ্গ।

7.Global Innovation Index 2023-এ ভারতের স্থান চল্লিশ (৪০)।

8.ICC World Test Championship 2025 ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডসে।

9.Hero MotoCorp-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় ভান।

10.রামন ম্যাগসেসে পুরস্কার ২০২৪-এ ভূষিত হলেন জাপানিজ অ্যানিমেটর Hayao Miyazaki.

No comments:

Post a Comment