4th September 2024 Current Affairs in Bengali | ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
4th September 2024 Current Affairs in Bengali | ৪ঠা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 4th September 2024
1.২০২৪ প্যারিস প্যারালিম্পিকে ব্যাডমিন্টনে স্বর্ণ পদক জিতেছেন নীতেশ কুমার।
2.প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ পুরুষদের হাই জাম্প টি-৪৭ ইভেন্টে নিশাদ কুমার রুপোর পদক জিতেছেন।
3.স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ কর্তৃক ২০২৪ সালের জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ৫০জন শিক্ষক।
4.HAL (Hindustan Aeronautics Limited)-এর CMD হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন ডি কে সুনীল।
5.ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল পার করলেন সায়নী দাস।
6.CDSL-এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন নেহাল ভোরা।
7.AI-enabled ecosystem তৈরি করার জন্য Google এর সাথে MoU স্বাক্ষর করলো তামিলনাড়ু।
8.Swiggy Instamart-এর নতুন CEO পদে নিযুক্ত হলেন অমিতেশ ঝা।
9.সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন উরুগুয়ের ফুটবলার Luis Suarez.
10.প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ মহিলাদের ২০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে দ্বিতীয় পদক জিতেছেন প্রীতি পাল।
No comments:
Post a Comment