26th September 2024 Current Affairs in Bengali | ২৬শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
26th September 2024 Current Affairs in Bengali | ২৬শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 26th September 2024
1.বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় ২৬শে সেপ্টেম্বর।
2.ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ইউকে পার্লামেন্টের হাউস অফ লর্ডসে Global Prestige Award-এ ভূষিত হলেন প্রোডিউসার বিনোদ বচ্চন।
3.শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হরিণী অমরাসুরিয়া।
4.Hangzhou Open 2024-এ পুরুষদের ডাবলস টাইটেল জিতলেন ভারতের টেনিস খেলোয়াড় জীবন নেদুনচেঝিয়ান ও বিজয় সুন্দর প্রশান্ত।
5.'Ek Ped Maa Ke Naam' নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।
6.Asia Power Index 2024-এ ভারতের স্থান তৃতীয়।
7.নিউ দিল্লীতে 41st Indian Coast Guard Commanders' Conference-এর উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
8.নিউ দিল্লীতে Computer Security Incident Response Team- POWER (CSIRT- POWER)-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয়মন্ত্রী মনোহর লাল খট্টর।
9.Aeronautical Development Agency-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন জিতেন্দ্র জে যাদব।
10.দলীপ ট্রফি 2024 জিতলো India A টিম।
No comments:
Post a Comment