25th September 2024 Current Affairs in Bengali | ২৫শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 25th September 2024
1.পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যদয়া দিবস পালন করা হয় ২৫শে সেপ্টেম্বর।
2.16th Assembly of the Asian Organization of Supreme Audit Institutions (ASOSAI)-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
3.২০২৪ সালের ৩২তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ওড়িশার সাঁতারু প্রত্যাসা রায়।
4.Federal Bank-এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন KVS Manian.
5.পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে জগদগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর।
6.10th Commonwealth Parliamentary Association (CPA) India Region Conference অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে।
7.সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন হলো Shankh Air.
8.জয়পুরে নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
9.আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন আইসিসির প্রাক্তন সিইও Haroon Lorgat.
10.National Crime Records Bureau (NCRB)-এর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সিনিয়র IPS অফিসার অলোক রঞ্জন।
No comments:
Post a Comment