গ্রাম পঞ্চায়েত জিকে PDF | WB Gram Panchayat GK in Bengali PDF || Part-03
![]() |
গ্রাম পঞ্চায়েত জিকে PDF | WB Gram Panchayat GK in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গ্রাম পঞ্চায়েত জিকে PDF টি শেয়ার করলাম। যেটিতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ ৫০টি জিকে প্রশ্ন দেওয়া আছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
গ্রাম পঞ্চায়েত জিকে
১৫১. দইয়ে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।
১৫২. ভারতের নেপোলিয়ান কাকে আখ্যা দেওয়া হয়েছে?
উত্তরঃ সমুদ্র গুপ্ত।
১৫৩. কত সালে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৮৮৫ সালে।
১৫৪. দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ কত সালে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৭৮০ সালে।
১৫৫. পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায়।
১৫৬. মরু অঞ্চলে গঠিত মাটির নাম কি?
উত্তরঃ সিরোজেম।
১৫৭. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে?
উত্তরঃ ১৭ নং ধারায়।
১৫৮. রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৩ সালে।
১৫৯. ভারতের পঞ্চবার্ষিকীর ধারনাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে?
উত্তরঃ রাশিয়া থেকে।
১৬০. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।
১৬১. কত নম্বর ধারা অনুযায়ী স্পিকার কোনো বিলকে অর্থবিলের সার্টিফিকেট প্রদান করেন?
উত্তরঃ ১১০ নং ধারায়।
১৬২. ইলবার্ট বিল চালু করেন কে?
উত্তরঃ লর্ড রিপন।
১৬৩. রণথম্বোর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ রাজস্থানে।
১৬৪. উরুগুয়ের রাজধানীর নাম কি?
উত্তরঃ মন্টেভিডিও।
১৬৫. ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ নরেন্দ্র চন্দ্র দত্ত।
১৬৬. স্পীড পোস্ট ভারতে চালু হয় কোন সাল থেকে?
উত্তরঃ ১৯৮৬ সাল থেকে।
১৬৭. গামা রশ্মি আবিষ্কার করেন কে?
উত্তরঃ পল ভিলার্ড।
১৬৮. পতঙ্গের লার্ভার নির্মোচন সহায়ক হরমোনটির নাম কি?
উত্তরঃ একডাইসোন।
১৬৯. কার্বনের কয়টি আইসোটোপ আছে?
উত্তরঃ তিনটি।
১৭০. কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে?
উত্তরঃ নিউক্লিয়াস।
১৭১. লঘু মস্তিষ্কের কাজ কি?
উত্তরঃ ভারসাম্য নিয়ন্ত্রণ করা।
১৭২. ‘গো-ব্রাহ্মণ প্রতিপালক’ উপাধি ধারণ করেন কে?
উত্তরঃ শিবাজী।
১৭৩. আকবর ‘কবিপ্রিয়’ উপাধি দিয়েছিলেন কাকে?
উত্তরঃ বীরবলকে।
১৭৪. রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৭৮৩ সালে।
১৭৫. ‘বাদশাহ নামা’ গ্রন্থটি রচনা করেন কে?
উত্তরঃ আব্দুল হামিদ লাহোরী।
১৭৬. ইবাদ খানা কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ আকবর।
১৭৭. উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নতুন দিল্লী।
১৭৮. OPEC এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ভিয়েনাতে।
১৭৯. ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে?
উত্তরঃ লর্ড মেয়ো।
১৮০. কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে?
উত্তরঃ বিবেকানন্দ।
১৮১. দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে?
উত্তরঃ আলোকবর্ষ এককের সাহায্যে।
১৮২. ‘চণ্ডীশতক’ নামক গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ বাণভট্ট।
১৮৩. কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয়?
উত্তরঃ ৩০শে জানুয়ারি।
১৮৪. চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি?
উত্তরঃ টাইফুন।
১৮৫. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উত্তরঃ ১৯২০ সালে।
১৮৬. নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল?
উত্তরঃ ১৭৩৯ সালে।
১৮৭. MRI তে কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
উত্তরঃ বেতার তরঙ্গ।
১৮৮. পায়রার বায়ুথলি সংখ্যা কয়টি?
উত্তরঃ নয়টি।
১৮৯. রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা?
উত্তরঃ ক্যাবিনেট মন্ত্রীরা।
১৯০. মাসকট কোন দেশের রাজধানী?
উত্তরঃ ওমান।
১৯১. সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয়?
উত্তরঃ স্পাইরিলাম।
১৯২. কোন বিজ্ঞানকে ফাইটোলজি বলে?
উত্তরঃ উদ্ভিদ বিজ্ঞানকে।
১৯৩. বার্নিশের প্রধান উপাদান কি?
উত্তরঃ রেজিন।
১৯৪. পাইওরিয়া কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তরঃ ভিটামিন সি।
১৯৫. কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯২২ সালে।
১৯৬. তুঘলক বংশের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১৩২০ সালে।
১৯৭. গুপ্তযুগের প্রধান সেনাপতিকে কি বলা হত?
উত্তরঃ মহেশপতি।
১৯৮. আমুক্ত মালদা গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ কৃষ্ণদেব রায়।
১৯৯. কোন সালে বাহমনী রাজ্যের পতন ঘটে?
উত্তরঃ ১৫২৭ সালে।
২০০. ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে?
উত্তরঃ ১৯৩৬ সালে।
প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WB Gram Panchayat GK 03
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment