ভারতের মিস ওয়ার্ল্ড বিজয়ীদের তালিকা PDF | ভারতের বিশ্ব সুন্দরী | List of All the Miss Worlds From India Till 2024
![]() |
ভারতের মিস ওয়ার্ল্ড বিজয়ীদের তালিকা PDF | ভারতের বিশ্ব সুন্দরী |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের মিস ওয়ার্ল্ড বিজয়ীদের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে মিস ওয়ার্ল্ড তথা বিশ্ব সুন্দরী শিরোপা জয়ী ভারতীয়দের তালিকা দেওয়া আছে। চাকরির পরীক্ষাতে এই টপিকটি থেকে প্রশ্ন আসে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
এখনও পর্যন্ত ভারত মোট ছয়বার মিস ওয়ার্ল্ড বা বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছে। প্রথম ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ড বা বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছিলেন রীতা ফারিয়া, দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছিলেন ঐশ্বরিয়া রাই এবং শেষ বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছিলেন মানুষী চিল্লার।
মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ভারতীয়
নং | নাম | সাল |
---|---|---|
১ | রীতা ফারিয়া | ১৯৬৬ |
২ | ঐশ্বরিয়া রাই | ১৯৯৪ |
৩ | ডায়না হেইডেন | ১৯৯৭ |
৪ | যুক্তা মুখী | ১৯৯৯ |
৫ | প্রিয়াঙ্কা চোপড়া | ২০০০ |
৬ | মানুষী চিল্লার | ২০১৭ |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : List of All the Miss Worlds From India Till 2024
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
Important Questions :
■ ভারত কতবার মিস ওয়ার্ল্ড জিতেছে?
উত্তরঃ ছয়বার।
■ ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন?
উত্তরঃ রীতা ফারিয়া।
■ ভারতের শেষ মিস ওয়ার্ল্ড কে ছিলেন?
উত্তরঃ মানুষী চিল্লার।
■ ভারতের দ্বিতীয় মিস ওয়ার্ল্ড কে ছিলেন?
উত্তরঃ ঐশ্বরিয়া রাই।
■ ঐশ্বরিয়া রাই কত সালে মিস ওয়ার্ল্ড শিরোপা জেতেন?
উত্তরঃ ১৯৯৪ সালে।
■ 2024 সালের নতুন মিস ওয়ার্ল্ড কে?
উত্তরঃ ক্রিস্টিনা পিসকোভা।
■ ৭১তম মিস ওয়ার্ল্ড শিরোপা জিতলেন কে?
উত্তরঃ চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা ৭১তম মিস ওয়ার্ল্ড শিরোপা জিতেছেন।
No comments:
Post a Comment