Breaking



Tuesday 12 March 2024

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF | WBP SI Syllabus 2024 in Bengali

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF | WBP SI Syllabus 2024 in Bengali PDF

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF | WBP SI Syllabus 2024 in Bengali
পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF | WBP SI Syllabus 2024 in Bengali
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সিলেবাস 2024 PDF | WBP SI Syllabus 2024 in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২৪ সালের পশ্চিমবঙ্গ পুলিশ SI তথা সাব ইন্সপেক্টর পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরণ ও সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বাংলা ভাষায় দেওয়া আছে।

পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ 2024

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
পদের নামপুলিশ সাব-ইন্সপেক্টর
শুন্যপদ৪৬৪টি
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটprb.wb.gov.in

নিয়োগ প্রক্রিয়া

  • প্রিলিমিনারি পরীক্ষা
  • শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা
  • মেন পরীক্ষা
  • ইন্টারভিউ

প্রিলিমিনারি পরীক্ষা

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর সময়
জেনারেল স্টাডিজ ৫০ ১০০ ৯০ মিনিট
গণিত ২৫ ৫০
লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং ২৫ ৫০
মোট ১০০ ২০০

পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষাটি OMR বেসড MCQ টাইপ হবে। পরীক্ষাটি  ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে ৯০ মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান ২ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে। প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা এই দুটি ভাষায় হবে।

শারীরিক পরিমাপ পরীক্ষা

জেন্ডার পদ ক্লাস উচ্চতা ওজন ছাতি
পুরুষ সাব-ইন্সপেক্টর (UB) গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৬০ সেমি ৫২ কেজি ৭৬ সেমি
বাকি সমস্ত ক্যাটাগরি ১৬৭ সেমি ৫৬ কেজি ৭৯ সেমি
সাব-ইন্সপেক্টর (AB) গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৬৩ সেমি ৫৪ কেজি ৮১ সেমি
বাকি সমস্ত ক্যাটাগরি ১৭৩ সেমি ৬০ কেজি ৮৬ সেমি
মহিলা সাব-ইন্সপেক্টর (UB) গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৫৫ সেমি ৪৫ কেজি -
বাকি সমস্ত ক্যাটাগরি ১৬০ সেমি ৪৮ কেজি -
ট্রান্সজেন্ডার সাব-ইন্সপেক্টর (UB) গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৫৭ সেমি ৪৭ কেজি -
বাকি সমস্ত ক্যাটাগরি ১৬২ সেমি ৫১ কেজি -
সাব-ইন্সপেক্টর (AB) গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটি ১৬০ সেমি ৫০ কেজি -
বাকি সমস্ত ক্যাটাগরি ১৬৬ সেমি ৫৪ কেজি -

শারীরিক দক্ষতা পরীক্ষা

জেন্ডারদৌড়সময়
পুরুষ৮০০ মিটার৩ মিনিট
মহিলা৪০০ মিটার২ মিনিট
ট্রান্সজেন্ডার৪০০ মিটার১ মিনিট ৪০ সেকেন্ড

মেন পরীক্ষা

পেপার বিষয় নম্বর সময়
পেপার-১ জেনারেল স্টাডিজ ৫০ ২ ঘণ্টা
গণিত ২৫
লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং ২৫
পেপার-২ ইংরেজি ৫০ ১ ঘণ্টা
পেপার-৩ বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি ৫০ ১ ঘণ্টা

মোট ২০০ ৪ ঘণ্টা

পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর মেন পরীক্ষাটি ডেসক্রিপটিভ টাইপ হবে। পরীক্ষাটি মোট তিনটি পেপারে বিভক্ত। পেপার-১ এর প্রশ্নপত্র ইংরেজি, বাংলা ও নেপালি এই তিনটি ভাষায় হবে।

ইন্টারভিউ

ইন্টারভিউয়ের জন্য নম্বর থাকে ৩০। মেন পরীক্ষার মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। ইন্টারভিউয়ের ন্যূনতম পাশ মার্কস ৮। মেন পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

সিলেবাসের বিষয়বস্তু


ক. প্রিলিমিনারি পরীক্ষা ও পেপার-১ পরীক্ষা-

■ জেনারেল স্টাডিজ
  • কারেন্ট অ্যাফেয়ার্স
  • ভারতের অর্থনীতি
  • ভারতের ইতিহাস
  • ভারতীয় সংস্কৃতি
  • ভারতীয় সাহিত্য
  • ভারতীয় সংবিধান
  • সাধারণ বিজ্ঞান
  • খেলাধুলা
  • পুরস্কার
  • চলচ্চিত্র
  • কম্পিউটার

■ গণিত
  • ভগ্নাংশ
  • গসাগু ও লসাগু 
  • অনুপাত ও সমানুপাত
  • অংশীদারি কারবার
  • সময় ও কার্য
  • নল ও চৌবাচ্চা
  • সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত 
  • শতকরা
  • লাভ ও ক্ষতি
  • সরল সুদ
  • মিশ্রণ

■ লজিক্যাল ও অ্যানালিটিক্যাল রিজনিং
  • সংখ্যা শ্রেনি
  • বর্ণ শ্রেনি
  • শ্রেনিবিভাজন
  • সাদৃশ্য
  • সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
  • দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
  • ভেনচিত্র
  • লুপ্ত সংখ্যা নির্ণয়
  • ম্যাট্রিক্স কোডিং
  • বর্ণমালা সংক্রান্ত সমস্যা
  • সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
  • ক্রম নির্ণয়
  • গাণিতিক ক্রিয়া
  • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
  • রক্তের সম্পর্ক
  • আসন বিন্যাস 
  • বিবৃতি ও অনুমান
  • চিত্রদল গঠন
  • জ্যামিতিক চিত্র গণনা

খ. পেপার-২ ইংরেজি
  • Drafting of a report from the points or material supplied; 
  • Translation from Bengali/Hindi/ Urdu/ Nepali, as the case may be to English, 
  • Condensing of a prose passage (summary/precis) 
  • Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms and antonyms etc.

গ. পেপার-৩ বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি
  • খসড়া প্রতিবেদন
  • ইংরেজি থেকে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি ভাষায় অনুবাদ

সিলেবাসটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP SI Syllabus 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


2 comments: