Breaking



Tuesday 12 July 2022

নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় | নোবেলজয়ী ভারতীয়

নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের তালিকা PDF | List of Indian Nobel Prize Winners Bengali PDF

নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের তালিকা PDF | List of Indian Nobel Prize Winners Bengali PDF
নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় | নোবেলজয়ী ভারতীয়
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় নোবেল বিজয়ীদের নাম, কোন সালে ও কোন বিভাগ বা ক্ষেত্রে পুরস্কার পেয়েছিলেন এবং কীজন্য এই পুরস্কার পেয়েছিলেন প্রভৃতি সমস্ত কিছু দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে নোবেলজয়ী ভারতীয়দের তালিকাটি দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়

নোবেল জয়ী সাল বিভাগ
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সাহিত্য
সি.ভি. রমন ১৯৩০ পদার্থবিদ্যা
হর গোবিন্দ খোরানা ১৯৬৮ ফিজিওলজি বা মেডিসিন
মাদার টেরেসা ১৯৭৯ শান্তি
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ১৯৮৩ পদার্থবিদ্যা
অমর্ত্য সেন ১৯৯৮ অর্থনীতি
ভেঙ্কটরমন রামকৃষ্ণান ২০০৯ রসায়ন
কৈলাশ সত্যার্থী ২০১৪ শান্তি
অভিজিৎ ব্যানার্জী ২০১৯ অর্থনীতি

■ রবীন্দ্রনাথ ঠাকুরঃ
১৯১৩ সালে সাহিত্য বিভাগে তাঁর লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের (ইংরেজি সংস্করণ) জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

■ সি.ভি. রমনঃ
১৯৩০ সালে পদার্থবিজ্ঞান বিভাগে আলোর বিক্ষেপণ (রমন এফেক্ট) এর উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

■ হর গোবিন্দ খোরানাঃ
১৯৬৮ সালে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে জেনেটিক কোডের ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

■ মাদার টেরেসাঃ
১৯৭৯ সালে দরিদ্র ও অভাবীদের সেবার জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

■ সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরঃ
১৯৮৩ সালে পদার্থবিজ্ঞান বিভাগে নক্ষত্রের গঠন ও বিবর্তন (চন্দ্রশেখর লিমিট) এ গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

■ অমর্ত্য সেনঃ
১৯৯৮ সালে অর্থনীতি বিভাগে অর্থনীতির কল্যাণের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

■ ভেঙ্কটরমন রামকৃষ্ণানঃ
২০০৯ সালে রসায়ন বিভাগে রাইবোজোমের গঠন ও কার্য ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

■ কৈলাশ সত্যার্থীঃ
২০১৪ সালে শিশুদের অধিকার ও শিশুশ্রমের বিরুদ্ধে আন্দোলনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

■ অভিজিৎ ব্যানার্জীঃ
২০১৯ সালে অর্থনীতি বিভাগে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ পদ্ধতির ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : List of Indian Nobel Prize Winners
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment