Important GK for WBPSC Exams || Food SI GK | Miscellaneous GK | Clerkship GK
![]() |
Important GK for Food SI | Miscellaneous | Clerkship Exam |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে চাকরির পরীক্ষার উপযোগী কতকগুলি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর শেয়ার করলাম। WBPSC তথা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে এই প্রশ্নোত্তরের সেটটি প্রস্তুত করা হয়েছে।
যেগুলি তোমাদের WBPSC অনুষ্ঠিত Food SI | Miscellaneous | Clerkship সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্ন উত্তর গুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
Important GK for WBPSC Exams
০১. মানবদেহে মোট অস্থির সংখ্যা কত ?
উত্তরঃ ২০৬টি।
০২. মানবদেহের সবথেকে ছোট হাড়ের নাম কি ?
উত্তরঃ স্টেপিস।
০৩. বিশ্ব ক্যান্সার দিবস কবে হয় ?
উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারি।
০৪. বুলবুল ঝড় কত সালে হয়েছিল ?
উত্তরঃ ২০১৯ সালে।
০৫. কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
০৬. ভারতে মোট কতগুলি রেলওয়ে জোন আছে ?
উত্তরঃ ১৮টি।
০৭. অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম কি ?
উত্তরঃ গয়াল।
০৮. সৌদি আরবের মুদ্রার নাম কি ?
উত্তরঃ রিয়াল।
০৯. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তরঃ আর্যভট্ট।
১০. কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
১১. ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী।
১২. মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি ?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি।
১৩. বায়োপসি টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় ?
উত্তরঃ ক্যান্সার।
১৪. টিউবারকুলেসিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তরঃ ফুসফুস।
১৫. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তরঃ ৪৬।
১৬. ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স।
১৭. STH এর পুরো নাম কি ?
উত্তরঃ সোমাটোট্রফিক হরমোন।
১৮. কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ রবার্ট কোচ।
১৯. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সবুজ গ্রন্থি।
২০. চিংড়ির গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ প্লিওপড।
২১. মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে ?
উত্তরঃ ২৫ বছর।
২২. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর ?
উত্তরঃ ৬৫ বছর।
২৩. হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ রাজ্যপাল।
২৪. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ড. রাজেন্দ্রপ্রসাদ।
২৫. ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫৯ সালে।
২৬. সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন।
২৭. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
২৮. বৃক্কের ভেতরের স্তরকে কি বলে ?
উত্তরঃ মেডালা।
২৯. ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি ?
উত্তরঃ ওয়াট।
৩০. কাঁচ তৈরিতে কি কি কাঁচামালের প্রয়োজন হয় ?
উত্তরঃ বালি, সোডা ও চুনাপাথর।
৩১. স্তন্যপায়ী প্রাণীর করোটির সংখ্যা কত ?
উত্তরঃ বারো জোড়া।
৩২. কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
উত্তরঃ বল।
৩৩. নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাশ।
৩৪. অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি ?
উত্তরঃ অমরাবতী।
৩৫. বাবুজি নামে কে পরিচিত ?
উত্তরঃ জগজীবন রাম।
৩৬. ঘূর্ণিঝড় ফণী শব্দের অর্থ কি ?
উত্তরঃ সাপ।
৩৭. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান।
৩৮. পূর্ব রেলের সদর দপ্তর এর নাম কি ?
উত্তরঃ কলকাতা।
৩৯. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২১শে মার্চ।
৪০. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১লা ডিসেম্বর।
৪১. তামাশা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ মহারাষ্ট্র।
৪২. ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ তামিলনাড়ু।
৪৩. র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা ?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
৪৪. ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে ?
উত্তরঃ পাকিস্তান ও আফগানিস্তান।
৪৫. থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় ?
উত্তরঃ হিমোগ্লোবিন টেস্ট।
৪৬. টাইফয়েড রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয় ?
উত্তরঃ টাইফিডট।
৪৭. রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তরঃ অস্থি।
৪৮. ধানের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তরঃ ২৪।
৪৯. কলেরা রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ ভিব্রিও কলেরি।
৫০. পোলিও রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ পোলিও ভাইরাস।
৫১. ACTH এর পুরো নাম কি ?
উত্তরঃ অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন।
৫২. পোলিও রোগের টিকার নাম কি ?
উত্তরঃ ইনঅ্যাক্টিভেটেড পোলিও।
৫৩. টাইফয়েড রোগের টিকার নাম কি ?
উত্তরঃ টাইফয়েড ভ্যাকসিন।
৫৪. অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সংকোচী গহ্বর।
৫৫. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিটা।
৫৬. রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত ?
উত্তরঃ ৩৫ বছর।
৫৭. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
উত্তরঃ ৬২ বছর।
৫৮. ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
উত্তরঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
৫৯. ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৬০. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ বি. আর. আম্বেদকর।
৬১. ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল ?
উত্তরঃ গণপরিষদ দ্বারা।
৬২. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?
উত্তরঃ সুপ্রিমকোর্ট।
৬৩. রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর ?
উত্তরঃ ছয় বছর।
৬৪. অর্থবিল কোথায় উত্থাপন করা হয় ?
উত্তরঃ লোকসভাতে।
৬৫. ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
৬৬. ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ রাশিয়া।
৬৭. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৬৮. লোকসভার স্পীকার কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
৬৯. সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ?
উত্তরঃ পারদ।
৭০. আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ ম্যালপিজিয়ান নালিকা।
৭১. বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি ?
উত্তরঃ কুলম্ব।
৭২. বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি ?
উত্তরঃ অ্যাম্পিয়ার।
৭৩. নিউট্রনের আবিষ্কারকের নাম কি ?
উত্তরঃ চ্যাডউইক।
৭৪. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরি ?
উত্তরঃ টাংস্টেন।
৭৫. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
উত্তরঃ ফ্যাদোমিটার।
৭৬. কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে ?
উত্তরঃ পুচ্ছ পাখনা।
৭৭. কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
উত্তরঃ কোয়াশিয়রকর।
৭৮. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।
৭৯. সৌরশক্তির উৎস কি ?
উত্তরঃ পারমাণবিক সংযোজন।
৮০. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি ?
উত্তরঃ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
৮১. সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন ?
উত্তরঃ উপগুপ্ত।
৮২. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে।
৮৩. পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কলকাতা।
৮৪. মিজোরামের সরকারী ভাষার নাম কি ?
উত্তরঃ মিজো, হিন্দি, ইংরেজি।
৮৫. লোকনায়ক নামে কে পরিচিত ?
উত্তরঃ জয়প্রকাশ নারায়ণ।
৮৬. আসাম কেশরী নামে কে পরিচিত ?
উত্তরঃ অম্বিকা গিরি।
৮৭. ঘূর্ণিঝড় আম্ফান নামকরণ করে কোন দেশ ?
উত্তরঃ থাইল্যান্ড।
৮৮. ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান।
৮৯. ভারতের ১৮তম রেলওয়ে জোন কোনটি ?
উত্তরঃ দক্ষিণ উপকূল রেলওয়ে।
৯০. বর্তমানে ভারতে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ?
উত্তরঃ ৪২টি।
৯১. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?
উত্তরঃ মেছো বিড়াল।
৯২. ভারতের রাজধানীর নাম কি ?
উত্তরঃ নিউ দিল্লী।
৯৩. বাংলাদেশের মুদ্রার নাম কি ?
উত্তরঃ টাকা।
৯৪. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তরঃ বঙ্গবন্ধু-১।
৯৫. আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তরঃ Explorer 1।
৯৬. ভারতের মহাকাশ সংস্থার নাম কি ?
উত্তরঃ ISRO।
৯৭. রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি ?
উত্তরঃ ROSCOSMOS।
৯৮. সুভাষচন্দ্র বসুকে নেতাজী উপাধি কে দিয়েছিলেন ?
উত্তরঃ জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদল।
৯৯. অমরনাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
১০০. কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।
প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Important GK for WBPSC Exams
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 05
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment