Breaking



Thursday 7 December 2023

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS Important GK in Bengali Questions and Answers PDF

WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF
WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBCS জিকে প্রশ্ন উত্তর PDF | WBCS GK in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে WBCS পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ ১০০টি জিকে প্রশ্ন উত্তর দেওয়া আছে। প্রশ্নোত্তরের এই সেটটি আমরা তৈরি করে করেছি WBCS পরীক্ষার সিলেবাস এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ধারণা নিয়ে। 

আশা রাখছি প্রশ্নোত্তরগুলি আপনাদের WBCS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে WBCS স্পেশাল জিকে প্রশ্ন উত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

WBCS জিকে প্রশ্ন উত্তর

০১. “স্বরাজ আমার জন্মগত অধিকার” – কে বলেছিলেন ? 
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক। 

০২. প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে ?
উত্তরঃ চার্লস ডারউইন। 

০৩. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ –এর দাবী তোলা হয়েছিলো ?
উত্তরঃ লাহোর। 

০৪. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?
উত্তরঃ বল।

০৫. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি। 

০৬. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি।

০৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক হিসাবে কে পরিচিত ?
উত্তরঃ এ. ও. হিউম। 

০৮. কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
উত্তরঃ গামা রশ্মি।

০৯. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বোম্বে। 

১০. ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ সোডিয়াম কার্বনেট। 

১১. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত। 

১২. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তরঃ স্নায়ু কোষ।

১৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৫ সালে। 

১৪. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ১২ জোড়া।

১৫. ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।

১৬. কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত ?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড।

১৭. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন এসিড ?
উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড।

১৮. পিতল কোনটির মিশ্রণ ?
উত্তরঃ তামা ও দস্তা।

১৯. ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিলো ?
উত্তরঃ ১৯৪২ সালে। 

২০. সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ গান্ধীজী। 

২১. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ আব্দুল গফফর খান। 

২২. কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?
উত্তরঃ ১৯২০ সালে। 

২৩. ‘পাকিস্তান’ প্রস্তাবটির জনক কে ?
উত্তরঃ চৌধুরী রহমত আলী। 

২৪. ফরওয়ার্ড ব্লক এ প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ সুভাষ চন্দ্র বসু। 

২৫. কোন ভিটামিনের রাসায়নিক নাম ফাইটো ন্যাপথা কুইনন ?
উত্তরঃ ভিটামিন K। 

২৬. ঋগবেদে কতগুলি স্তুতি আছে ?
উত্তরঃ ১০২৮। 

২৭. ১৮০২ সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে ?
উত্তরঃ ব্রিটিশ এবং দ্বিতীয় বাজিরাও। 

২৮. রানী ঝাঁসি মেরিটাইম ন্যাশনাল পার্ক কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৯৯৫ সালে।

২৯. আন্তর্জাতিক নৃত্য দিবস কোন তারিখে পালন করা হয় ?
উত্তরঃ ২৯শে এপ্রিল।

৩০. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তরঃ গুরুশিখর। 

৩১. নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অসম। 

৩২. তারিখ-ই-ফিরোজ শাহী কার লেখা ?
উত্তরঃ জিয়াউদ্দিন বারাউনী। 

৩৩. স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ রায়পুর। 

৩৪. রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে। 

৩৫. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিলেন ?
উত্তরঃ ভগৎ সিং। 

৩৬. বক্সারের যুদ্ধ কবে ঘটে ?
উত্তরঃ ১৭৬৪ সালে। 

৩৭. তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তরঃ সতীশচন্দ্র সামন্ত। 

৩৮. ‘অল ইন্ডিয়া হোমরুল’ লীগ শুরু করেন কে ? 
উত্তরঃ অ্যানি বেসান্ত। 

৩৯. একজন বিপ্লবীর নাম করো যিনি ‘রাইটাস বিল্ডিং’ আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ বিনয় বসু। 

৪০. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
উত্তরঃ ১৯৪৬ সালে। 

৪১. গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে ?
উত্তরঃ লালা হরদয়াল। 

৪২. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর। 

৪৩. ‘খেরওয়ারী হূল’ বলতে কি বোঝায় ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ। 

৪৪. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন ?
উত্তরঃ বোধগয়া। 

৪৫. ‘বুদ্ধচরিত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ অশ্বঘোষ। 

৪৬. কিতাব-উল-হিন্দ কার রচনা ?
উত্তরঃ আলবিরুনি। 

৪৭. মগধের কোন শাসক ‘সোনিয়া’ নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার। 

৪৮. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
উত্তরঃ গান্ধার শিল্প। 

৪৯. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত ?
উত্তরঃ পালি। 

৫০. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি। 

৫১. কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?
উত্তরঃ যশবন্ত সিংহ। 

৫২. ‘সুল-ই-কুল’ নীতি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর। 

৫৩. ‘আইন-ই-আকবরি’ গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ আবুল ফজল। 

৫৪. বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন হাসান বাহমান শাহ। 

৫৫. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর। 

৫৬. বাংলার কৌলীন্য প্রথা কে চালু করেন ?
উত্তরঃ বল্লাল সেন। 

৫৭. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
উত্তরঃ শাহজাহান। 

৫৮. গোপাল কোন বংশের প্রতিষ্ঠা ছিলেন ?
উত্তরঃ পাল। 

৫৯. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তরঃ ইলিয়াস শাহ। 

৬০. কাকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় ?
উত্তরঃ হরিশচন্দ্র। 

৬১. ঘুমর কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান। 

৬২. নাসিক প্রশস্তি কে ইস্যু করেন ?
উত্তরঃ গৌতমী পুত্র সাতকর্নী। 

৬৩. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ অমরকণ্টক মালভূমি। 

৬৪. সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক। 

৬৫. চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

৬৬. কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ? 
উত্তরঃ চম্বল। 

৬৭. ভারতবর্ষের কোন রাজ্যে হীরার খনি অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

৬৮. ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে ?
উত্তরঃ ঝাড়খণ্ড। 

৬৯. কোন রাজ্যে তুলার উৎপাদন সর্বাধিক হয় ?
উত্তরঃ গুজরাট। 

৭০. কোন বিজ্ঞানী প্রথম 'ভিটামিন' শব্দটি প্রয়োগ করেন?
উত্তরঃ ক্যাসিমির ফাঙ্ক। 

৭১. ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলে?
উত্তরঃ অঙ্কোজিন। 

৭২. হিমালয় পর্বত কোন মহীখাত থেকে সৃষ্টি হয়েছে?
উত্তরঃ টেথিস। 

৭৩. বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে কি বলে?
উত্তরঃ ক্যাটারেক্ট।  

৭৪. রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তরঃ ১৯১৯ খ্রিস্টাব্দে। 

৭৫. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর। 

৭৬. বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

৭৭. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ নরওয়ে।

৭৮. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ হরিষেণ।

৭৯. সূর্যের আলোক রশ্মিতে কি কণা থাকে ?
উত্তরঃ ফোটন। 

৮০. নীচের কোনটি যোজক কলার উদাহরণ ?
উত্তরঃ হাড়।

৮১. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে।

৮২. খানুয়ার যুদ্ধ কত সালে হয় ?
উত্তরঃ ১৫২৭ খ্রিস্টাব্দে।

৮৩. পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায়। 

৮৪. লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে ?
উত্তরঃ ৫৫২ জন।

৮৫. লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

৮৬. উরুগুয়ের রাজধানীর নাম কি ?
উত্তরঃ মন্টেভিডিও।

৮৭. গামা রশ্মি আবিষ্কার করেন কে ?
উত্তরঃ পল ভিলার্ড।

৮৮. লঘু মস্তিষ্কের কাজ কি ?
উত্তরঃ ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

৮৯. রংপুরের বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে ?
উত্তরঃ ১৭৮৩ সালে।

৯০. উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নতুন দিল্লী।

৯১. কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে ?
উত্তরঃ বিবেকানন্দ।

৯২. কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয় ?
উত্তরঃ ৩০শে জানুয়ারি।

৯৩. নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল ?
উত্তরঃ ১৭৩৯ সালে।

৯৪. সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয় ?
উত্তরঃ স্পাইরিলাম। 

৯৫. তুঘলক বংশের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৩২০ সালে। 

৯৬. ওড়িশা রাজ্যের প্রতিষ্ঠা হয় কবে ?
উত্তরঃ ১৯৩৬ সালে।

৯৭. ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনেভা। 

৯৮. কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে ?
উত্তরঃ ডি ব্রগলি।

৯৯. রিহান্দ কোন নদীর উপনদী ?
উত্তরঃ শোন নদীর।

১০০. মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৪ সালে।

প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBCS GK in Bengali
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment