জেনারেল অ্যাওয়ারনেস PDF | SSC MTS General Awareness Questions and Answers in Bengali PDF
![]() |
SSC MTS General Awareness Questions and Answers in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গুরুত্বপূর্ণ কতকগুলি জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম, যেগুলি তোমাদের SSC MTS ও Havaldar পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
SSC MTS General Awareness Questions :
০১. মিস ইউনিভার্স ২০২২ কে হয়েছেন ?
উত্তরঃ আমেরিকার আর'বনি গ্যাব্রিয়েল।
০২. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী ?
উত্তরঃ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড।
০৩. ভারতীয় সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে ?
উত্তরঃ Article 48A and Article 51A (g).
০৪. ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলে ?
উত্তরঃ রঞ্জিত সিংজি কে।
০৫. ভারতের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার নাম কি ?
উত্তরঃ রঞ্জি ট্রফি।
০৬. মেহেরুন্নেসা নামের অর্থ কি ?
উত্তরঃ নারীকুলের সূর্য।
০৭. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি ?
উত্তরঃ তুজুক-ই-জাহাঙ্গীরী।
০৮. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্কের নাম কি ছিল ?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
০৯. লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।
১০. অলিম্পিক গেমস কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৮৯৬ সালে।
১১. ভারত কবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ?
উত্তরঃ ১৯০০ খ্রিস্টাব্দে।
১২. ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে ?
উত্তরঃ আমেরিকা।
১৩. কালবেলিয়া কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান।
১৪. কথাকলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা।
১৫. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ স্কার্ভি।
১৬. ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয় ?
উত্তরঃ রিকেট।
১৭. নির্মলা সীতারামন কোন রাজ্য/ইউটি-তে তেজস্বিনী স্কিম চালু করেছে ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
১৮. অ্যাথলিটস ফুট কি ঘটিত রোগ ?
উত্তরঃ ছত্রাক।
১৯. জলাতঙ্ক রোগের জীবাণুর নাম কি ?
উত্তরঃ রেবিস ভাইরাস।
২০. ভোপাল দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি ?
উত্তরঃ মিথাইল।
২১. তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ ভাগীরথী।
২২. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তরঃ শুক্র।
২৩. 'সমষ্টি উন্নয়ন কর্মসূচি' ভারতে কোন সালে চালু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫২ সালে।
২৪. পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন ?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।
২৫. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?
উত্তরঃ তৃতীয়।
প্রশ্ন ও উত্তর গুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : SSC MTS General Awareness Questions and Answers 01
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment