নোবেল পুরস্কার ২০২২ PDF | Nobel Prize 2022 Winners List in Bengali PDF
![]() |
নোবেল পুরস্কার 2022 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ নোবেল পুরস্কার ২০২২ PDF টি আপনাদের প্রদান করলাম। যার মধ্যে নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের নাম, ক্ষেত্র বা বিভাগ এবং কোন কৃতিত্ব বা অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে প্রভৃতি সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষায় পদার্থ বিজ্ঞানে নোবেল ২০২২ বিজয়ীর নাম কি ? সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ বিজয়ী কে ? ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন ? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
নোবেল পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা
■ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ :
বিলুপ্ত হোমিন এবং মানব প্রজাতির জিনোম সম্পর্কিত গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে এককভাবে নোবেল বিজয়ী হলেন সুইডেনের বাসিন্দা সান্তে প্যাবো।
■ পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ :
কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য পদার্থ বিজ্ঞানে যুগ্মভাবে বিজয়ী হলেন আমেরিকার বাসিন্দা জন ক্লোজার, ফ্রান্সের বাসিন্দা অ্যালেন অ্যাসপেক্ট এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যাটন জেলিঙ্গার।
■ রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ :
ক্লিক কেমিস্ট্রি এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য রসায়ন বিজ্ঞানে যুগ্মভাবে নোবেল পুরস্কার বিজয়ী হলেন আমেরিকার বাসিন্দা ক্যারোলিন আর. বার্তোজী, কার্ল ব্যারি সার্পলেশ এবং ডেনমার্কের বাসিন্দা মর্টেন মেন্ডল।
■ সাহিত্যে নোবেল পুরস্কার ২০২২ :
সাহস এবং নিখুঁত মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে যেভাবে তিনি ক্ষুরধার কলমে অনাবৃত করেছেন সেই পেক্ষাপট থেকে সাহিত্য বিভাগে এককভাবে নোবেল জয়ী হলেন ফরাসী লেখিকা অ্যানি এনৌ।
■ শান্তিতে নোবেল পুরস্কার ২০২২ :
সুশীল সমাজের প্রতিনিধিত্ব, বহু বছর ধরে ক্ষমতার অপব্যবহার সমালোচনা করার অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অসামন্য অবদানের স্বীকৃতি স্বরূপ শান্তিতে যুগ্মভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন বেলারুশের মানবাধিকার আইনজীবি আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মেমোরিয়াল মানবাধিকার সংস্থা (The Russian Human Rights Organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্ট্রাল ফর সিভিল লিব্যার্টিজ (Ukrainian Human Rights Organisation Center for Civil Liberties).
■ অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২২ :
ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য অর্থনীতিতে যুগ্মভাবে নোবেল বিজয়ী হলেন আমেরিকার বাসিন্দা বেন এস. বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড এবং ফিলিপ এইচ. ডিবভিগ।
নোবেল পুরস্কার ২০২২ PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Nobel Prize 2022
Language : Bengali
Size : 0.6 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment