Breaking



Tuesday 10 October 2023

ভারতের জনগণনা ২০১১ | ভারতের আদমশুমারি ২০১১

ভারতের আদমশুমারি ২০১১ PDF | Census of India 2011 PDF

ভারতের জনগণনা ২০১১ | ভারতের আদমশুমারি ২০১১
ভারতের জনগণনা ২০১১
কলম 
নমস্কার বন্ধুরা,
আমরা বিগত কয়েক বছরের বিভিন্ন কম্পেটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র লক্ষ্য করে দেখলাম ভারতের জনগণনা ২০১১ বা ভারতের আদমশুমারি ২০১১ থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে। আর তাই আজকের পোস্টে ভারতের জনগণনা 2011 PDF টি শেয়ার করলাম। যেটিতে সেনসাস ২০১১ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে।

একনজরে ভারতের জনগণনা ২০১১

ভারতে প্রথম জনগণনা হয়েছিলো ১৮৭২ সালে। তবে ১৮৭২ সালে ভারতের প্রথম জনগণনা হলেও ১৮৮১ সাল থেকে প্রতি ১০ বছর অন্তর ভারতে জনগণনা হচ্ছে। ১৮৮১ সালের জনগণনার সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। জনগণনার ইতিহাসে ২০১১ সালের জনগণনা হল পঞ্চদশ জনগণনা এবং স্বাধীন ভারতের সপ্তম জনগণনা। ২০১১ এর সেনসাস কমিশনার ছিলেন সি. চন্দ্রমৌলি। 

২০১১ এর আদমশুমারি অনুযায়ী ভারত - 

■ মোট জনসংখ্যাঃ ১২১ কোটি ১ লক্ষ ৯৩ হাজার ৪২২ জন।

■ মোট জনসংখ্যায় পুরুষঃ ৬২ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ২৪৮ জন (৫১.৪৮ শতাংশ)। 

■ মোট জনসংখ্যায় মহিলাঃ ৫৮ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার ১৭৪ জন (৪৮.৫২ শতাংশ)। 

■ জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১৭.৬৪ শতাংশ।

■ বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৬৪ শতাংশ।

■ জনঘনত্বঃ ৩৮২ জন/বর্গকিমি। 

■ লিঙ্গ অনুপাতঃ ৯৪০/১০০০। 

■ মোট স্বাক্ষরতার হারঃ ৭৪.০৪ শতাংশ।

■ পুরুষ স্বাক্ষরতার হারঃ ৮২.১৪ শতাংশ।

■ মহিলা স্বাক্ষরতার হারঃ ৬৫.৪৬ শতাংশ।

■ জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাজ্যঃ উত্তরপ্রদেশ। 

■ জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যঃ সিকিম।

■ জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম রাজ্যঃ বিহার।

■ জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যঃ অরুণাচল প্রদেশ।

■ জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলঃ দিল্লী।

■ জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 

■ আয়তনে সবচেয়ে বৃহত্তম রাজ্যঃ রাজস্থান।

■ আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যঃ গোয়া।

■ আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 

■ আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলঃ লাক্ষাদ্বীপ।

■ সর্বাধিক স্বাক্ষরতা হার বিশিষ্ট রাজ্যঃ কেরল।

■ সর্বনিম্ন স্বাক্ষরতা হার বিশিষ্ট রাজ্যঃ বিহার।

■ সর্বাধিক স্বাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলঃ লাক্ষাদ্বীপ।

■ সর্বনিম্ন স্বাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলঃ দাদরা ও নগর হাভেলি।

■ সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্যঃ কেরল।

■ সর্বনিম্ন মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্যঃ হরিয়ানা।

■ আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলাঃ কচ্ছ (গুজরাট)। 

■ আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলাঃ মাহে (পুদুচেরি)। 

■ জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম জেলাঃ থানে (মহারাষ্ট্র)। 

■ জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম জেলাঃ উচ্চ দিবাং উপত্যকা (অরুণাচল প্রদেশ)। 

■ গ্রামীণ জনসংখ্যাঃ ৬৯.১৮ শতাংশ।

■ শহুরে জনসংখ্যাঃ ৩১.৩৬ শতাংশ।

■ মুসলিম জনসংখ্যাঃ ১২.৮ শতাংশ।

■ মোট জেলার সংখ্যাঃ ৬৪০টি।

■ মহানগরের সংখ্যাঃ ৩৫টি।

■ মোট লোকসভা কেন্দ্রঃ ৫৪৩টি।

■ মোট বিধানসভা কেন্দ্রঃ ৩৭২৬টি। 

■ জনগণনার স্লোগানঃ আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ (Our Census, Our Future)। 

ভারতের জনগণনা ২০১১ পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Census of India 2011
Language : Bengali
Size : 0.4 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment