কলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali Part-03
![]() |
Kolkata Police GK in Bengali |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ পরীক্ষার উপযোগী কিছু জিকে প্রশ্ন উত্তর শেয়ার করলাম। যেগুলি তোমাদের কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
Kolkata Police GK 03 :
৪১. হুতোম প্যাঁচা কার ছন্দনাম ?
উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।
৪২. একটি মিশ্র স্নায়ুর নাম কি?
উত্তরঃ ভেগাস।
৪৩. মৌলিক স্বরধ্বনি কয়টি ?
উত্তরঃ ৭টি।
৪৪. ভারতীয় কোন তথ্য চিত্র সম্প্রতি সালে অস্কার লাভ করলো ?
উত্তরঃ দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স।
৪৫. মাটির রং লাল হয় কেন ?
উত্তরঃ লৌহের উপস্থিতির কারণে।
৪৬. 'হেপাটাইটিস-বি' ভাইরাস কোন রোগের কারণ ?
উত্তরঃ জন্ডিস।
৪৭. পৃথিবীতে কোন ফল বেশি উৎপন্ন হয় ?
উত্তরঃ কলা।
৪৮. স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব কিসের স্লোগান ?
উত্তরঃ ফরাসী বিপ্লবের।
৪৯. সুরজিৎ চ্যাটার্জী কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তরঃ পিয়ানো।
৫০. 'কাদম্বরী'- গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ বাণভট্ট।
৫১. স্বর্ণমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত ?
উত্তরঃ শিখ।
৫২. ভারতের প্রাচীনতম গ্রন্থ কি ?
উত্তরঃ ঋকবেদ।
৫৩. ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার শিবপুরে।
৫৪. উদয়শঙ্কর কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তরঃ নৃত্য।
৫৫. সাম্প্রতিক ঘটে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২২ জয়লাভ করলো কোন দেশ ?
উত্তরঃ আর্জেন্টিনা।
৫৬. মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ টেনিস।
৫৭. পরাধীন ভারতে কয়টি রাজ্য ছিল ?
উত্তরঃ ৫৬২ টি।
৫৮. ভারতের মোট তটরেখার দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ৬,১০০কিমি।
৫৯. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তরঃ আয়নোস্ফিয়ারে।
৬০. উদ্ভিদের মৃত অংশ ও প্রাণীদেহের বর্জ্য পদার্থ কি বলা হয় ?
উত্তরঃ বায়োমাস।
পিডিএফটির ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Kolkata Police GK 03
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment