Breaking



Monday 22 May 2023

কলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali

 কলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali

কলকাতা পুলিশ জিকে | Kolkata Police GK in Bengali
কলকাতা পুলিশ জিকে
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম, যেগুলি তোমাদের আগত কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police GK 04 :

৬১. কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহন করে ?
উত্তরঃ গ্রাফাইট।

৬২. কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পার্থক্য একই ?
উত্তরঃ -৪০ডিগ্রি সেলসিয়াস।

৬৩. বঙ্গোপসাগরে অবস্থিত আগ্নেয় দ্বীপ কোনটি ?
উত্তরঃ ব্যারেন ও নারকন্ডোম।

৬৪. ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি ?
উত্তরঃ মারিনা ব্রিচ।

৬৫. জলে ভাসে এমন ধাতুর নাম বলো ?
উত্তরঃ লিথিয়াম ও সোডিয়াম।

৬৬. ২০১১ সালের জনগণনা অনুসারে জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তরঃ চতুর্থ।

৬৭. কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোথা দিয়ে বিস্তৃত হয়েছে ?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের উপর দিয়ে।

৬৮. ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ ডায়াবেটিস।

৬৯. কোন পেশিতে অনুপ্রস্থ রেখা দেখা যায় না ?
উত্তরঃ অরেখ পেশিতে।

৭০. ভারতের সংবিধান সংশোধন করা হয় কোন ধারা অনুসারে ?
উত্তরঃ ৩৬৮নং ধারা।

৭১. কততম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকার এই মৌলিক অধিকারটি বাদ দেওয়া হয়েছে ?
উত্তরঃ ৪২তম সংশোধন। 

৭২. প্রথম শিখ যুদ্ধ কবে হয় ? 
উত্তরঃ ১৮৪৫-৪৬ খ্রিস্টাব্দে।

৭৩. কোন শহরকে "সিটি অফ প্যালেস" বলা হয় ?
উত্তরঃ কলকাতা।

৭৪. জন-গণ-মন জাতীয় সংগীতটি কবে প্রথম গাওয়া হয় ?
উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে।

৭৫. ভারতীয় ফুটবলে প্রথম 'অর্জুন পুরস্কার' কে পান ?
উত্তরঃ পি. কে. ব্যানার্জী।

৭৬. কে ভারতের প্রথম মডেল যিনি বিশ্ব সুন্দরী হন ?
উত্তরঃ রীতা ফারিয়া।

৭৭. কবে হিজরি যুগের সূচনা হয় ?
উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে।

৭৮. কেরলের প্রধান ভাষা কি ?
উত্তরঃ মালায়লাম।

৭৯. ২০২২ সালের রিপোর্ট অনুসারে ভারতের দুষিততম শহর কোনটি ?
উত্তরঃ দিল্লী।

৮০. ভারতের ৭৮তম দাবা গ্র্যান্ড মাষ্টার কে হলেন  ?
উত্তরঃ কৌস্তব চ্যাটার্জী।

পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police GK 04
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment