এমটিএস জেনারেল অ্যাওয়ারনেস | SSC MTS General Awareness PDF in Bengali Part-02
SSC MTS General Awareness PDF in Bengali |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকেও তোমাদের জন্য রইলো SSC MTS পরীক্ষার উপযোগী কিছু General Awareness প্রশ্ন ও উত্তর। প্রশ্নগুলি সিলেবাস অনুযায়ী ও বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে প্রস্তুত করা হয়েছে। আশা রাখছি প্রশ্নগুলি তোমাদের আগত SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
SSC MTS General Awareness 02 :
২৬. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ?
উত্তরঃ সিভি আনন্দ বোস।
২৭. ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তরঃ এস সোমানাথ।
২৮. মিচেল মার্শ কোন দেশের ক্রিকেটার ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
২৯. চালাকুডি শহরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরল।
৩০. ই-শ্রম পোর্টাল কবে চালু করা হয়েছিল ?
উত্তরঃ ২০২১ সালে।
৩১. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তরঃ মুর্শিদকুলি খাঁ।
৩২. বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৬ই অক্টোবর।
৩৩. জাহাঙ্গীরের সমাধি সৌধ কে, কোথায় তৈরি করেছিলেন ?
উত্তরঃ নুরজাহান, লাহোর।
৩৪. বিশ্বের দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি ?
উত্তরঃ আন্দিজ।
৩৫. রাজ্যসভার সদস্যদের নূন্যতম বয়স কত ?
উত্তরঃ ৩০ বছর।
৩৬. ধোয়ি কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন।
৩৭. নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ?
উত্তরঃ ডিরোজিও।
৩৮. ভারতের স্বাধীনতা আইন কে প্রচলন করেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
৩৯. সুলতানী আমলে তাম্রমুদ্রাকে কি বলে ?
উত্তরঃ জিতল।
৪০. স্যার টমাস রো কোন বছর ভারতে আসেন ?
উত্তরঃ ১৬১৫ সালে।
৪১. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তরঃ জয়নাল আবেদিনকে।
৪২. পশুর মলকে রেশম চাষীরা কি বলে ?
উত্তরঃ নাদিকাসার।
৪৩. পারকিনসনস্ রোগ মানবদেহের কোন অংশে হয় ?
উত্তরঃ স্নায়ুতন্ত্রে।
৪৪. ঘ্রাণ অনুভূতি নষ্ট হওয়াকে কী বলে ?
উত্তরঃ অ্যানোসোমিয়া।
৪৫. কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃ বেগুনী।
৪৬. বিশুদ্ধ লোহার রং সাধারণত কি হয় ?
উত্তরঃ ধূসর সাদা।
৪৭. নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৮২ সালে।
৪৮. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সদস্য কতজন ছিল ?
উত্তরঃ পাঁচজন।
৪৯. ভারতে প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৫ই মার্চ।
৫০. ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ এনিসা।
প্রশ্নগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : SSC MTS General Awareness 02
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment