বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ PDF | Amendments of the Constitution of Bangladesh Bengali PDF
![]() |
বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ PDF টি শেয়ার করলাম। যেটিতে বাংলাদেশের সংবিধান সংশোধনী সমূহ গুলি খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
সুতরাং সময় অপচয় না করে বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ গুলি দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে এটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
বাংলাদেশের সংবিধান সংশোধনী
বাংলাদেশে ৪ঠা নভেম্বর ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। নীচে সেই সকল সংশোধনীর সাল ও মূল বিষয়বস্তু আলোচনা করা হল -
■ প্রথম সংশোধনী, ১৯৭৩
মূল বিষয়বস্তুঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংগঠিত অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের বিধান নিশ্চিত করা।
■ দ্বিতীয় সংশোধনী, ১৯৭৩
মূল বিষয়বস্তুঃ অভ্যন্তরীণ ও বহিরাগত গোলযোগে দেশের নিরাপত্তার জন্য জরুরী অবস্থা ঘোষণার বিধান করা হয়।
■ তৃতীয় সংশোধনী, ১৯৭৪
মূল বিষয়বস্তুঃ বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির বৈধতা নিশ্চিত করা হয়।
■ চতুর্থ সংশোধনী, ১৯৭৫
মূল বিষয়বস্তুঃ সংসদীয় সরকার ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রপতিশাসিত শাসন ব্যবস্থা আনয়ন করা।
■ পঞ্চম সংশোধনী, ১৯৭৯
মূল বিষয়বস্তুঃ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে সকল সামরিক কর্মকাণ্ডের বৈধতা দেওয়া এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন সাধন করা।
■ ষষ্ঠ সংশোধনী, ১৯৮১
মূল বিষয়বস্তুঃ নির্বাচনে বৈধতা নিশ্চিত করার জন্য উপরাষ্ট্রপতির পদকে অলাভজনক ঘোষণা করা।
■ সপ্তম সংশোধনী, ১৯৮৬
মূল বিষয়বস্তুঃ ১৯৮২ সালের ২৪শে মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ই নভেম্বর পর্যন্ত যে সকল আইন জারি হয়েছিলো, সেগুলির বৈধতা নিশ্চিত করা।
■ অষ্টম সংশোধনী, ১৯৮৮
মূল বিষয়বস্তুঃ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃত প্রদান করা।
■ নবম সংশোধনী, ১৯৮৯
মূল বিষয়বস্তুঃ রাষ্ট্রপতির মেয়াদকাল অনধিক দুই মেয়াদের করা হয়।
■ দশম সংশোধনী, ১৯৯০
মূল বিষয়বস্তুঃ সংসদে নারীদের জন্য পরবর্তী ১০ বছরের জন্য ৩০টি আসন সংরক্ষণ করা।
■ একাদশ সংশোধনী, ১৯৯১
মূল বিষয়বস্তুঃ অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে পূর্বপদে ফিরে যাওয়ার বিধান।
■ দ্বাদশ সংশোধনী, ১৯৯১
মূল বিষয়বস্তুঃ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন।
■ ত্রয়োদশ সংশোধনী, ১৯৯৬
মূল বিষয়বস্তুঃ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা।
■ চতুর্দশ সংশোধনী, ২০০৪
মূল বিষয়বস্তুঃ পরবর্তী ১০ বছরের জন্য ৪৫টি নারী আসন সংরক্ষণ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সংরক্ষণের জন্য আইন প্রণয়ন করা।
■ পঞ্চদশ সংশোধনী, ২০১১
মূল বিষয়বস্তুঃ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করা হয়।
■ ষোড়শ সংশোধনী, ২০১৪
মূল বিষয়বস্তুঃ জাতীয় সংসদের কাছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়।
■ সপ্তদশ সংশোধনী, ২০১৮
মূল বিষয়বস্তুঃ ৫০টি নারী আসন আরো ২৫ বছর বাড়িয়ে দেওয়া হয়।
পিডিএফ ফাইলটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Amendments of the Constitution of Bangladesh
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment