[PDF] অশোকের শিলালিপি তালিকা | অশোকের শিলালিপির বিষয়বস্তু || Ashoker Shilalipi
![]() |
অশোকের শিলালিপি তালিকা |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অশোকের শিলালিপি তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে সম্রাট অশোকের বিবিধ শিলালিপির বিষয়বস্তু গুলি খুব সুন্দর ভাবে দেওয়া আছে।
সুতরাং দেরী না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
অশোকের শিলালিপির বিষয়বস্তু
শিলালিপি | বিষয়বস্তু |
---|---|
প্রথম শিলালিপি | পশু হত্যা নিষিদ্ধকরণ |
দ্বিতীয় শিলালিপি | চোল, পরদয়া, সত্যপুত্র ও কেরলপুত্র প্রভৃতি বংশের বিবরণ |
তৃতীয় শিলালিপি | প্রাদেশিক, যুক্ত ও রাজুকাদের ধর্ম প্রচার সংক্রান্ত নির্দেশাবলী |
চতুর্থ শিলালিপি | সমাজের উপর ধর্মের প্রভাব |
পঞ্চম শিলালিপি | ধর্ম মহামাত্রদের নিয়োগ সম্পর্কিত বিবরণ |
ষষ্ঠ শিলালিপি | প্রজাদের কল্যাণের উপযোগী কাজকর্ম |
সপ্তম শিলালিপি | শান্তি, মন ও বিশ্বাসের সাম্য নিয়ে আলোচনা |
অষ্টম শিলালিপি | বোধি বৃক্ষের দর্শন সম্পর্কিত বিবরণ |
নবম শিলালিপি | ধর্ম সম্মেলন নিয়ে গঠিত বিভিন্ন ক্লেশ |
দশম শিলালিপি | ধর্ম প্রচার |
একাদশ শিলালিপি | ধর্মের প্রশংসা সংক্রান্ত বিবরণ |
দ্বাদশ শিলালিপি | বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মের প্রচার |
ত্রয়োদশ শিলালিপি | কলিঙ্গ বিজয় ও গ্রীক শাসকদের কথা |
চতুর্দশ শিলালিপি | অন্য সমস্ত শিলালিপির প্রকৃতির কথা |
■ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেনঃ ১৮৩৭ খ্রিস্টাব্দে স্যার জেমস প্রিন্সেপ।
■ অশোকের শিলালিপি রচিতঃ ব্রাহ্মী ও খারষ্ঠী ভাষায়।
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : Ashoker Shilalipi
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment