৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ PDF | 64th Ramon Magsaysay Award 2022
![]() |
৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার
বিজয়ী | জাতীয়তা |
---|---|
মেন্টাল হেলথ অ্যাডভোকেট Sotheara Chhim | কম্বোডিয়া |
শিশু অধিকার কর্মী Bernadette Madrid | ফিলিপিন্স |
সাইট-সেভিং মানবতাবাদী Tadashi Hattori | জাপান |
প্লাস্টিক দূষণ বিরোধী কর্মী Gary Bencheghib | ইন্দোনেশিয়া |
■ রামন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কিত তথ্যঃ
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের নামে ১৯৫৭ সালে প্রবর্তিত হয়। ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে। ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।
- জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 64th Ramon Magsaysay Award 2022
Language : Bengali
Size : 0.7 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment