Breaking



Friday 24 November 2023

পশ্চিমবঙ্গের নদ নদী PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য

পশ্চিমবঙ্গের নদ-নদী PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য | Rivers of West Bengal

পশ্চিমবঙ্গের নদ নদী PDF | পশ্চিমবঙ্গের নদনদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী, বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের নদ নদী PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের নদনদী PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ-নদী, তাদের দৈর্ঘ্য, উৎসস্থল, মোহনা বা পতনস্থল ও উপনদী সমূহ প্রভৃতি সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করা আছে।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং সময় নষ্ট না করে পোস্টটি ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গের নদ-নদী

পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। উৎপত্তি ও গতিপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদ-নদীকে চারটি ভাগে ভাগ করা যায়। যথা - 
 
০১. উত্তরবঙ্গের নদ-নদী
০২. গঙ্গা ও তার উপনদী
০৩. পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদী
০৪. সুন্দরবন অঞ্চলের নদ-নদী

০১. উত্তরবঙ্গের নদ-নদীঃ 

তিস্তা নদী
■ দৈর্ঘ্যঃ ৪১৩ কিমি, ভারতে ২৯১ কিমি এবং পশ্চিমবঙ্গে ১২২ কিমি। 
■ উৎসস্থলঃ সিকিমের জেমু হিমবাহ। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা নদীতে। 
■ শাখানদী ও উপনদীঃ রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, লিস। 
■ বৈশিষ্ট্যঃ এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এই নদী ‘ত্রাসের নদী’ নামে পরিচিত। 

মহানন্দা নদী
■ দৈর্ঘ্যঃ ২৯০ কিমি।
■ উৎসস্থলঃ মহালধিরাম পার্বত্য অঞ্চল। 
■ পতনস্থলঃ বাংলাদেশের পদ্মা নদীতে। 
■ উপনদীঃ গুলুমা খোলা, ডৌক, মেচি, বালাসন। 
■ বৈশিষ্ট্যঃ এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মহানন্দা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। 

জলঢাকা নদী
■ দৈর্ঘ্যঃ ২৩৬ কিমি। 
■ উৎসস্থলঃ সিকিম-ভুটানের বিদাং হ্রদ। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা নদীতে।
■ উপনদীঃ ধরলা, গিধারী, ডলং, ডায়না। 
■ বৈশিষ্ট্যঃ গরুমারা অভয়ারণ্য এই নদীর তীরে অবস্থিত। 

তোর্সা নদী
■ দৈর্ঘ্যঃ ৩৫৮ কিমি। 
■ উৎসস্থলঃ টং গিরিপথের চুম্বি উপত্যকা। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা নদীতে।
■ উপনদীঃ মালেঙ্গি, বেলা, সুনজাই। 
■ বৈশিষ্ট্যঃ শাখানদী - চিলী, তোর্সা ও চর তোর্সা। 

কালজানি নদী
■ উৎসস্থলঃ ভুটান পাহাড়। 
■ পতনস্থলঃ তোর্সার সাথে মিশে ব্রহ্মপুত্রে। 
■ উপনদীঃ গদাধর, চেকো, নেনাই। 
■ বৈশিষ্ট্যঃ আলাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারার নাম কালজানি। 

রায়ডাক নদী
■ উৎসস্থলঃ ভুটানের অ্যাকাংচু শৃঙ্গ। 
■ পতনস্থলঃ বাংলাদেশের যমুনা। 
■ উপনদীঃ দীপা। 

বালাসন নদী
■ উৎসস্থলঃ লেপচা জগৎ
■ পতনস্থলঃ মহানন্দা। 
■ উপনদীঃ রঙ, বিং। 

০২. গঙ্গা ও তার উপনদীঃ 

গঙ্গা নদী
■ দৈর্ঘ্যঃ মোট ২৫২৫ কিমি, পশ্চিমবঙ্গে ৫২০ কিমি। 
■ উৎসস্থলঃ গঙ্গোত্রী হিমবাহ। 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর। 
■ উপনদীঃ দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়। 
■ বৈশিষ্ট্যঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও প্রধান নদী। মুর্শিদাবাদ থেকে হুগলী পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে এবং হুগলী থেকে মোহনা পর্যন্ত হুগলী নদী নামে পরিচিত। 

০৩. পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ-নদীঃ

দামোদর নদ
■ দৈর্ঘ্যঃ ৫৯২ কিমি। 
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়। 
■ পতনস্থলঃ উলুবেড়িয়ার কাছে ভাগীরথী-হুগলী নদী। 
■ উপনদীঃ বরাকর, কোনার, বোকারো, আয়ার। 
■ বৈশিষ্ট্যঃ বাংলার দুঃখ নামে পরিচিত। 

সুবর্ণরেখা নদী
■ দৈর্ঘ্যঃ ৪৭৪ কিমি।
■ উৎসস্থলঃ ঝাড়খণ্ডের পালামৌ জেলার টোরির নিকট। 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর। 
■ উপনদীঃ শাংখো, সাপুলিনালা, রুপাই, ডুলুং। 

কংসাবতী নদী
■ দৈর্ঘ্যঃ ৩৩৬ কিমি।
■ উৎসস্থলঃ অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড়। 
■ পতনস্থলঃ হুগলী নদী। 
■ উপনদীঃ কুমারী, পাটলো। 

অজয় নদ
■ দৈর্ঘ্যঃ ২৭৬ কিমি।
■ উৎসস্থলঃ ঝাড়খণ্ডের দুমকা। 
■ পতনস্থলঃ ভাগীরথী নদী। 
■ উপনদীঃ কুণুর, হিংলা, তুমুনি।

ময়ূরাক্ষী নদী
■ দৈর্ঘ্যঃ ২৫০ কিমি।
■ উৎসস্থলঃ বৈদ্যনাথধামের ত্রিকূট পাহাড়। 
■ পতনস্থলঃ ভাগীরথী নদী। 
■ উপনদীঃ পুস্কানী।

রূপনারায়ণ নদী
■ দৈর্ঘ্যঃ ৮০ কিমি। 
■ উৎসস্থলঃ পশ্চিমের মালভূমি। 
■ পতনস্থলঃ হুগলী নদী। 
■ উপনদীঃ মুন্ডশ্বরী। 

হলদি নদী
■ দৈর্ঘ্যঃ ২৪ কিমি। 
■ উৎসস্থলঃ কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ।
■ পতনস্থলঃ ভাগীরথী নদী। 

০৪. সুন্দরবন অঞ্চলের নদ-নদীঃ

এই অঞ্চলের নদ-নদীগুলি প্রধানত জোয়ারের জলে পুষ্ট এবং এগুলির সবই হুগলীর শাখা নদী। সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ-নদীগুলি হল - মাতলা, ইছামতী, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালী, ঠাকুরান, কালিন্দী ইত্যাদি।

পশ্চিমবঙ্গের নদ নদী PDF টির ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Rivers of West Bengal
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment