Breaking







Friday 20 October 2023

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা PDF | District Wise Rivers List of West Bengal

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা PDF | District Wise Rivers List of West Bengal

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা PDF | District Wise Rivers List of West Bengal
পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও সেই জেলার অন্তর্গত নদ-নদী সমূহের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ-নদী

জেলা নদ-নদী
দার্জিলিং মহানন্দা, তিস্তা, মেচি, জলঢাকা, গিস, নবুচ
জলপাইগুড়ি তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালজানি, মহানন্দা, সংকোষ, মুজনাই, করুনা, করলা, নেওড়া
কোচবিহার তিস্তা, তোর্সা, রায়ডাক, জলঢাকা, সংকোষ, কালজানি, কালিন্দী
উত্তর দিনাজপুর মহানন্দা, আন্নাই, নাগর, গামর, কুলিক
দক্ষিণ দিনাজপুর মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, অঙ্গন
মালদা গঙ্গা, মহানন্দা, কালিন্দী, পাগল, হিরমতী, টাঙ্গন, নাগরা, পুনর্ভবা
মুর্শিদাবাদ ভাগীরথী, ভৈরব, জলঙ্গী, ময়ুরাক্ষী, দ্বারকা, পিয়ালমারা, ব্রাহ্মণী
বীরভূম বক্রেশ্বর, দ্বারকেশ্বর, ব্রাহ্মণী, ময়ুরাক্ষী, পাগলা, কুলা, শাল, হিংলা, অব্যয়, দ্বারকা
বর্ধমান ভাগীরথী, ব্রাহ্মণী, অজয়, দামোদর, বাঁকা, বরাকর
নদিয়া ভাগীরথী, ইছামতি, চুর্নী, জলঙ্গী, ভৈরব, মাথাভাঙ্গা
উত্তর ২৪ পরগনা ইছামতি, যমুনা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল
দক্ষিণ ২৪ পরগনা মাতলা, বিদ্যাধরী, সপ্তমুখী, গোসাবা, হাঁড়িভাঙ্গা, কালিন্দী, রায়মঙ্গল
হুগলী দামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, হুগলী, সরস্বতী, কুন্তি, বেহুলা
বাঁকুড়া দামোদর, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী
পুরুলিয়া দ্বারকেশ্বর, কংসাবতী, দুধভরিয়া, ঢাকা,কুমারী, দামোদর, কুবরু, হনুমতী
পূর্ব মেদিনীপুর রূপনারায়ণ, সুবর্ণরেখা, ধালডেল, দ্বারকেশ্বর, হলদি, রসুলপুর
পশ্চিম মেদিনীপুর সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, কাঁসাই, শিলাই
হাওড়া হুগলী, রূপনারায়ণ, দামোদর
কলকাতা হুগলী

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : District Wise Rivers List of West Bengal
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment