Breaking



Tuesday 24 October 2023

ভারতের নদ নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী

ভারতের নদ-নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য | উৎসস্থল | পতনস্থল | উপনদী

ভারতের নদ নদী PDF | ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী
ভারতের নদ নদী PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নদ নদী PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন নদ-নদীর দৈর্ঘ্য, উৎসস্থল, পতনস্থল, উপনদী প্রভৃতি খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। 

বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে, সুতরাং সময় অপচয় না করে একনজরে দেখে নাও ভারতের নদ নদী এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

একনজরে ভারতের নদ-নদী

গঙ্গা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫২৫ কিমি
■ উৎসস্থলঃ গঙ্গোত্রী হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ যমুনা, কোশী, ঘর্ঘরা, গণ্ডক, গোমতী
■ ভারতের প্রধান নদী

যমুনা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩৮০ কিমি
■ উৎসস্থলঃ যমুনেত্রী হিমবাহ
■ উপনদীঃ গিরি, চম্বল, বেতোয়া
■ গঙ্গা তথা ভারতের দীর্ঘতম উপনদী

সিন্ধু নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩১৮০ কিমি, আর ভারতে এই নদের দৈর্ঘ্য ৭০৯ কিমি
■ উৎসস্থলঃ সিন-কা-কাব উষ্ণ প্রসবণ
■ পতনস্থলঃ আরব সাগর
■ উপনদীঃ বিপাসা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতুদ্র 

ব্রহ্মপুত্র নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৯০০ কিমি, তবে ভারতে এই নদের দৈর্ঘ্য ৮৮৫ কিমি
■ উৎসস্থলঃ চেমাযুংদুং হিমবাহ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ তিস্তা, তোর্সা
■ এটি পৃথিবীর উচ্চতম নদী, তাই এই নদীকে আকাশ নদী [Sky River] বলে

শতদ্রু নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৫০ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ১০৫০ কিমি
■ উৎসস্থলঃ তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী রাক্ষস তাল
■ পতনস্থলঃ সিন্ধুর উপনদী
■ উপনদীঃ বিপাশা
■ এটি একটি পূর্ববর্তী নদী এবং সিন্ধুর দীর্ঘতম উপনদী

বিতস্তা নদী বা ঝিলাম নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি, তবে ভারতে এই নদীর দৈর্ঘ্য ৪০০ কিমি
■ উৎসস্থলঃ কাশ্মীরের ভেরিনাগ প্রস্রবণ
■ পতনস্থলঃ চেনাব বা চন্দ্রভাগা নদী
■ উপনদীঃ লিডার, পীরপঞ্জল, পোহরু
■ কাশ্মীরের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

চেনাব বা চন্দ্রভাগা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১১৮০ কিমি
■ উৎসস্থলঃ বারালাচা পাস 
■ সিন্ধুর দ্বিতীয় দীর্ঘতম উপনদী

লুনি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৫০ কিমি
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বতমালার পুষ্কর ভ্যালি
■ পতনস্থলঃ কচ্ছের রণ
■ উপনদীঃ জোজরী, সাগি নদী
■ ভারতের মরুভূমি অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ নদী

মহানদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৫৮ কিমি
■ উৎসস্থলঃ সিয়াওয়ারা উচ্চভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইব, হাঁসদেও, মান্দ

গোদাবরী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৬৫ কিমি
■ উৎসস্থলঃ ত্রিম্বক মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ ইন্দ্রাবতি, প্রাণাহিতা, মঞ্জিরা

কৃষ্ণা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪০০ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর 
■ উপনদীঃ তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা

কাবেরী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০৫ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ হেমবতী, ভবানী, বেদবতী, সিমুসা

নর্মদা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৩১২ কিমি
■ উৎসস্থলঃ অমরকন্টক শৃঙ্গ
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ হিরণ, বর্ণা, ওরসাং

তাপ্তী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৭২৫ কিমি
■ উৎসস্থলঃ সাতপুরার মুলতাই 
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ পূর্ণা, গিরনা 

সবরমতী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪১৬ কিমি 
■ উৎসস্থলঃ আরাবল্লী পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর
■ উপনদীঃ ওয়াকাল, হরনভ

সুবর্ণরেখা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৭৭ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ কাঞ্চী, খরকাই, দুলুং, কারফারি

মাহী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩৩ কিমি
■ উৎসস্থলঃ বিন্ধ্য পর্বত
■ পতনস্থলঃ খাম্বাত উপসাগর

ধানসিঁড়ি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৫৪ কিমি
■ উৎসস্থলঃ নাগা পাহাড় 
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ নামবার, কল্যাণ

ব্রাহ্মণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮০০ মিটার
■ উৎসস্থলঃ রৌরকেল্লা
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ টিকরা, কারা

ভাইগাই নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৫৮ কিমি
■ উৎসস্থলঃ ভারুসানাদু পাহাড়
■ পতনস্থলঃ পক উপসাগর
■ উপনদীঃ ভারাগা, মনজালারু, খিরদুমাল

জলঢাকা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৮৫ কিমি
■ উৎসস্থলঃ সিকিমের হিমালয়
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র
■ উপনদীঃ মুক ও দিহানা

তুঙ্গভদ্রা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৩১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ ভারদা, হবরি

ময়ূরাক্ষী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪১ কিমি
■ উৎসস্থলঃ সাঁওতাল পরগণা মালভূমি
■ পতনস্থলঃ ভাগীরথী নদী
■ উপনদীঃ ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর

মুসী নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৪০ কিমি
■ উৎসস্থলঃ মেডাক জেলা
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ আলেরু

ঘাটপ্রভা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ২৮৩ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ হিরণ্য কাশী

তিস্তা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩০৯ কিমি
■ উৎসস্থলঃ পয়োহুনরি হিমবাহ
■ পতনস্থলঃ ব্রহ্মপুত্র 
■ উপনদীঃ রঙ্গীত, রজনী

ভীমা নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৮৬১ কিমি
■ উৎসস্থলঃ পশ্চিমঘাট পর্বত
■ পতনস্থলঃ কৃষ্ণা নদী
■ উপনদীঃ মুলা 

বিপাশা নদী 
■ দৈর্ঘ্যঃ প্রায় ৪৬০ কিমি
■ উৎসস্থলঃ রোটাং গিরিদার 
■ পতনস্থলঃ শতদ্রু নদী

কর্ণফুলি নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ১৪৪ কিমি
■ উৎসস্থলঃ মিজোরাম 
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর

দামোদর নদ
■ দৈর্ঘ্যঃ প্রায় ৫৪১ কিমি
■ উৎসস্থলঃ খামারপোৎ শৃঙ্গ 
■ পতনস্থলঃ হুগলী নদী
■ উপনদীঃ বরাকর

বৈতরণী নদী
■ দৈর্ঘ্যঃ প্রায় ৩৬৫ কিমি
■ উৎসস্থলঃ ছোটনাগপুর মালভূমি
■ পতনস্থলঃ বঙ্গোপসাগর
■ উপনদীঃ সালা নদী


ভারতের নদ নদী PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : একনজরে ভারতের নদ নদী
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download
 

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ উত্তর ভারতের কয়েকটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো।
উত্তরঃ সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ, লুনি নদী। 

প্রশ্নঃ কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি।

প্রশ্নঃ কয়েকটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ নর্মদা, তাপ্তি, সবরমতী প্রভৃতি।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ গঙ্গা নদী।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি ?
উত্তরঃ যমুনা।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদী কে বলা হয় ?
উত্তরঃ কাবেরী।

প্রশ্নঃ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ গোদাবরী।

প্রশ্নঃ গঙ্গার প্রধান উপনদীর নাম কী ? 
উত্তরঃ যমুনা।

প্রশ্নঃ উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী ? 
উত্তরঃ সিন্ধু নদ। 

প্রশ্নঃ উত্তর-পূর্ব ভারতের প্রধান নদীর নাম কী ? 
উত্তরঃ ব্রহ্মপুত্র।

প্রশ্নঃ তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত ? 
উত্তরঃ সাংপাে ।

প্রশ্নঃ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো।
উত্তরঃ লুনি ।

প্রশ্নঃ "Sky River" নামে কোন নদী পরিচিত ?
উত্তরঃ ব্রহ্মপুত্র

6 comments:

  1. Ami jani na ja ki bola dhonobad jana bo amer ki ja help holo pdf gulo paya ami sotti khusi ja baker students ar help korar moto kaw too acha..
    Thanks kolom group.. 🙏

    ReplyDelete
  2. ভেরি গুড পৌসনৌ

    ReplyDelete
  3. খুব ভালো। group এর কর্মকর্তাদের জানায় অনেক ধন্যবাদ 💐।

    ReplyDelete
  4. Thank you very much sir/madam
    Khub sundor pdf

    ReplyDelete
  5. Very useful info.
    Thank you for making preparation for exams so easy and enjoying...

    ReplyDelete
  6. এতো ভালো হয়েছে বলা বাইরে ধন্যবাদ

    ReplyDelete