Breaking



Friday 7 April 2023

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF | Melting Point and Boiling Point

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF | Melting Point and Boiling Point

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF | Melting Point and Boiling Point
বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পদার্থ বিজ্ঞানের এই টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে কয়েকটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক

পদার্থ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক
সীসা ৩২৭℃ ১৭৪০℃
লোহা ১৫৩৮℃ ২৮৬২℃
রূপা ৯৬১.৮℃ ২১৬২℃
তামা ১০৮৫℃ ২৫৬২℃
দস্তা ৪২০℃ ৯০৭℃
টিন ২৩১.৯℃ ২৬০২℃
হীরা ৩৫৫০℃ ৪৮৩০℃
সোনা ১০৬৪℃ ২৭০০℃
ম্যাগনেসিয়াম ৬৫০℃ ১০৯১℃
পটাশিয়াম ৬৩.৫℃ ৭৬০℃
অ্যালুমিনিয়াম ৬৬০.৩℃ ২৪৭০℃
প্ল্যাটিনাম ১৭৬৮℃ ৩৮২৫℃
সিলিকন ১৪১০℃ ৩২৬৫℃
ক্যাডমিয়াম ৩২১.১℃ ৭৬৬.৮℃
গ্রাফাইট ৩৬৭৫℃ ৪০২৭℃
আয়োডিন ১১৩.৭℃ ১৮৪.৩℃
ম্যাঙ্গানিজ ১২৪৬℃ ২০৬১℃
নিকেল ১৪৫৫℃ ২৭৩০℃
ফসফরাস ৪৪.১℃ ২৮০.৫℃
সোডিয়াম ৯৭.৭৯℃ ৮৮২.৯℃
সালফার ১১২.৮℃ ৪৪৪.৬℃
লিথিয়াম ১৮০.৫℃ ১৩৪২℃
কোবাল্ট ১৪৯৫℃ ২৮৭০℃
হাইড্রোজেন -২৫৯.২℃ -২৫২.৯℃
অক্সিজেন -২১৮.৮℃ -১৮৩℃
নাইট্রোজেন -২১০℃ -১৯৫.৮℃
হিলিয়াম -২৭২.২℃ -২৬৮.৯℃
ক্লোরিন -১০১.৫℃ -৩৪.০৪℃
ব্রোমিন -৭.২℃ ৫৮.৮℃
পারদ -৩৮.৯℃ ৩৫৬.৭℃

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment