Breaking



Friday 14 April 2023

বিভিন্ন শ্রেণির লিভার | সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও উদাহরণ

[PDF] বিভিন্ন শ্রেণির লিভার | Types of Levers in Physics

বিভিন্ন শ্রেণির লিভার | সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও উদাহরণ
বিভিন্ন শ্রেণির লিভার
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন ধরণের লিভারের সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ ভৌত বিজ্ঞানের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরণের প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন শ্রেণির লিভার PDF সহ শেয়ার করলাম।

যেটির মধ্যে বিভিন্ন ধরণের লিভারের সংজ্ঞা, লিভারের শ্রেণিবিভাগ বা প্রকারভেদ ও লিভারের উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাই দেরী না করে পোস্টটি দেখে নাও ও অফলাইনে পড়ার জন্য পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন শ্রেণির লিভার

■ লিভারের সংজ্ঞাঃ 
লিভার হল একটি সরল বা বক্রদণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারদিকে অবাধে ঘুরতে থাকে। 

■ আলম্বের সংজ্ঞাঃ 
লিভার যে স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে চারদিকে ঘুরতে পারে তাকে আলম্ব বলে।

■ বলবাহুর সংজ্ঞাঃ 
আলম্ব থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্বকে বলবাহু বলে।

■ রোধবাহুর সংজ্ঞাঃ 
আলম্ব থেকে ভারের প্রয়োগবিন্দুর দূরত্বকে রোধবাহু বলে। 

■ লিভারের শ্রেণিবিভাগঃ
প্রযুক্ত বল, উত্তোলিত ভার ও আলম্বের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ 
প্রথম শ্রেণির লিভার
দ্বিতীয় শ্রেণির লিভার
তৃতীয় শ্রেণির লিভার

■ প্রথম শ্রেণির লিভারঃ 
যে লিভারের আলম্বের একদিকে ভার ও অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণির লিভার বলে।
প্রথম শ্রেণির লিভার
প্রথম শ্রেণির লিভার
উদাহরণঃ 
টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেঁকি, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, শাবল ইত্যাদি। 

যান্ত্রিক সুবিধাঃ 
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা ১ এর বেশি, ১ এর কম বা ১ এর সমান তিনটিই হতে পারে। 
১ এর বেশি – কাঁচি।
১ এর কম – ঢেঁকি।
১ এর সমান – তুলাযন্ত্র। 

■ দ্বিতীয় শ্রেণির লিভারঃ
যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং ভার দুই প্রান্তের মাঝের যে-কোনো বিন্দুতে ক্রিয়া করে, তাকে দ্বিতীয় শ্রেণির লিভার বলে।
দ্বিতীয় শ্রেণির লিভার
দ্বিতীয় শ্রেণির লিভার
উদাহরণঃ 
নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, জাঁতি, একচাকার হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, ছিপি খোলার চাবি ইত্যাদি।

যান্ত্রিক সুবিধাঃ 
দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর বেশি।

■ তৃতীয় শ্রেণির লিভারঃ
যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে। 
তৃতীয় শ্রেণির লিভার
তৃতীয় শ্রেণির লিভার
উদাহরণঃ 
মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন ইত্যাদি। 

যান্ত্রিক সুবিধাঃ 
তৃতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর কম। 


বিভিন্ন শ্রেণির লিভার PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Types of Levers in Physics
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment