Breaking



Thursday 19 October 2023

কে কোন রাজ্যের খেলোয়াড় PDF | কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা

কে কোন রাজ্যের খেলোয়াড় PDF | Sports Persons & Their Belonging State

কে কোন রাজ্যের খেলোয়াড় PDF | Sports Persons & Their Belonging State
কে কোন রাজ্যের খেলোয়াড় PDF 
কলম 
নমস্কার বন্ধুরা,
কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা বা কে কোন রাজ্যের খেলোয়াড় স্পোর্টস জিকের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে কে কোন রাজ্যের খেলোয়াড় তালিকা PDF টি শেয়ার করলাম।

যেটিতে ভারতের উল্লেখযোগ্য খেলোয়াড় ও সেই খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা তার একটি সুন্দর তালিকা দেওয়া দেওয়া আছে।

কে কোন রাজ্যের খেলোয়াড়

খেলোয়াড় খেলা রাজ্য
শচীন তেন্ডুলকর ক্রিকেট মহারাষ্ট্র
সৌরভ গাঙ্গুলি ক্রিকেট পশ্চিমবঙ্গ
বীরেন্দ্র সেহবাগ ক্রিকেট দিল্লী
মহেন্দ্র সিং ধোনী ক্রিকেট ঝাড়খণ্ড
বিরাট কোহলি ক্রিকেট দিল্লী
রোহিত শর্মা ক্রিকেট মহারাষ্ট্র
মিতালী রাজ ক্রিকেট রাজস্থান
স্মৃতি মন্ধনা ক্রিকেট মহারাষ্ট্র
ঝুলন গোস্বামী ক্রিকেট পশ্চিমবঙ্গ
সুনীল ছেত্রী ফুটবল তেলেঙ্গানা
বাইচুং ভুটিয়া ফুটবল সিকিম
বলবন্ত সিং ফুটবল পাঞ্জাব
অদিতি চৌহান ফুটবল গোয়া
পরমেশ্বরী দেবী ফুটবল মণিপুর
ধ্যানচাঁদ হকি উত্তরপ্রদেশ
ধনরাজ পিল্লাই হকি মহারাষ্ট্র
দীপক ঠাকুর হকি পাঞ্জাব
ঋতু রাণী হকি হরিয়ানা
জাসপ্রীত কৌর হকি হরিয়ানা
রাণী রামপাল হকি হরিয়ানা
বিশ্বনাথন আনন্দ দাবা তামিলনাড়ু
পেন্টালা হরিকৃষ্ণ দাবা অন্ধ্রপ্রদেশ
কোনেরু হাম্পি দাবা অন্ধ্রপ্রদেশ
পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন অন্ধ্রপ্রদেশ
সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন হরিয়ানা
পি. ভি. সিন্ধু ব্যাডমিন্টন তেলেঙ্গানা
তরুণদ্বীপ রাই তিরন্দাজি সিকিম
রজত চৌহান তিরন্দাজি মণিপুর
দীপিকা কুমারী তিরন্দাজি ঝাড়খণ্ড
অর্জুন অটোয়াল গলফ পশ্চিমবঙ্গ
অদিতি অশোক গলফ কর্ণাটক
পঙ্কজ আদবানি বিলিয়ার্ড ও স্নুকার মহারাষ্ট্র
বিদ্যা পিল্লাই বিলিয়ার্ড ও স্নুকার তামিলনাড়ু
লিয়েন্ডার পেজ লন টেনিস পশ্চিমবঙ্গ
মহেশ ভূপতি লন টেনিস তামিলনাড়ু
সানিয়া মির্জা লন টেনিস মহারাষ্ট্র
শারাথ কামাল টেবিল টেনিস তামিলনাড়ু
মণিকা বাত্রা টেবিল টেনিস দিল্লী
পারদীপ সিং ভারোত্তোলন পাঞ্জাব
মীরাবাঈ চানু ভারোত্তোলন মণিপুর
পুনম যাদব ভারোত্তোলন উত্তরপ্রদেশ
কর্ণম মালেশ্বরী ভারোত্তোলন অন্ধ্রপ্রদেশ
বির্ধাওয়াল খাদে সাঁতার মহারাষ্ট্র
বুলা চৌধুরী সাঁতার পশ্চিমবঙ্গ
অভিনব বিন্দ্রা শুটার উত্তরাখণ্ড
সৌরভ চৌধুরী শুটার উত্তরপ্রদেশ
হীনা সিন্ধু শুটার পাঞ্জাব
সতীশ কুমার বক্সিং হরিয়ানা
মেরি কম বক্সিং মণিপুর
সুশীল কুমার কুস্তি দিল্লী
বাজরাঙ্গ পুনিয়া কুস্তি হরিয়ানা
দীপক পুনিয়া কুস্তি হরিয়ানা
সাক্ষী মালিক কুস্তি হরিয়ানা
গীতা ফোগাত কুস্তি হরিয়ানা
দেবযানী সামন্ত জিমন্যাস্টিক পশ্চিমবঙ্গ
দীপা কর্মকার জিমন্যাস্টিক ত্রিপুরা
রাকেশ কুমার কবাডি দিল্লী
দীপক নিবাস কবাডি হরিয়ানা
দ্যুতি চাঁদ দৌড় ওড়িশা
পি. টি. ঊষা দৌড় কেরালা
হিমা দাস দৌড় আসাম
নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো হরিয়ানা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Sports Persons & Their Belonging State
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


■ Important Questions ::

প্রশ্নঃ শচীন তেন্ডুলকর কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ বোম্বে, মহারাষ্ট্র।

প্রশ্নঃ সৌরভ গাঙ্গুলি কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের কলকাতার বেহালায়।

প্রশ্নঃ বীরেন্দ্র সেহবাগ কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ নজফগড়, দিল্লী।

প্রশ্নঃ মহেন্দ্র সিং ধোনী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ রাঁচি, ঝাড়খণ্ড।

প্রশ্নঃ বিরাট কোহলি কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ দিল্লী।

প্রশ্নঃ রোহিত শর্মা কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ নাগপুর, মহারাষ্ট্র।

প্রশ্নঃ মিতালী রাজ কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ যোধপুর, রাজস্থান।

প্রশ্নঃ স্মৃতি মন্ধনা কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মুম্বাই, মহারাষ্ট্র।

প্রশ্নঃ ঝুলন গোস্বামী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ নদীয়া, পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ সুনীল ছেত্রী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ সেকেন্দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ (বর্তমানে তেলেঙ্গানা)।

প্রশ্নঃ বাইচুং ভুটিয়া কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ সিকিমের টিনকিটামে।

প্রশ্নঃ বলবন্ত সিং কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পাঞ্জাবের হোসিয়ারপুরে।

প্রশ্নঃ অদিতি চৌহান কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ গোয়া।

প্রশ্নঃ পরমেশ্বরী দেবী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মণিপুর।

প্রশ্নঃ ধ্যানচাঁদ কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

প্রশ্নঃ ধনরাজ পিল্লাই কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মহারাষ্ট্র।

প্রশ্নঃ দীপক ঠাকুর কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পাঞ্জাব।

প্রশ্নঃ ঋতু রাণী কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ হরিয়ানা।

প্রশ্নঃ জাসপ্রীত কৌর কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ হরিয়ানা।

প্রশ্নঃ রাণী রামপাল কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ হরিয়ানা।
প্রশ্নঃ বিশ্বনাথন আনন্দ কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ চেন্নাই, তামিলনাড়ু।

প্রশ্নঃ পেন্টালা হরিকৃষ্ণ কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

প্রশ্নঃ কোনেরু হাম্পি কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ।

প্রশ্নঃ পুল্লেলা গোপীচাঁদ কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

প্রশ্নঃ সাইনা নেহওয়াল কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হিসার, হরিয়ানা।

প্রশ্নঃ পি. ভি. সিন্ধু কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ তেলেঙ্গানা।

প্রশ্নঃ তরুণদ্বীপ রাই কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ সিকিম।

প্রশ্নঃ রজত চৌহান কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ মণিপুর। 

প্রশ্নঃ দীপিকা কুমারী কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ ঝাড়খণ্ড।

প্রশ্নঃ অর্জুন অটোয়াল কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ অদিতি অশোক কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ ব্যাঙ্গালুরু, কর্ণাটক।

প্রশ্নঃ পঙ্কজ আদবানি কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ মহারাষ্ট্র।

প্রশ্নঃ বিদ্যা পিল্লাই কোন রাজ্যের খেলোয়াড় ?
উত্তরঃ তামিলনাড়ু।

প্রশ্নঃ লিয়েন্ডার পেজ কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ কলকাতা, পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ মহেশ ভূপতি কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ তামিলনাড়ু।

প্রশ্নঃ সানিয়া মির্জা কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মুম্বাই, মহারাষ্ট্র।

প্রশ্নঃ শারাথ কামাল কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ তামিলনাড়ু।

প্রশ্নঃ মণিকা বাত্রা কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ দিল্লী।

প্রশ্নঃ পারদীপ সিং কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পাঞ্জাব।

প্রশ্নঃ মীরাবাঈ চানু কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পূর্ব ইম্ফল, মণিপুর।

প্রশ্নঃ পুনম যাদব কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

প্রশ্নঃ কর্ণম মালেশ্বরী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

প্রশ্নঃ বির্ধাওয়াল খাদে কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মহারাষ্ট্র।

প্রশ্নঃ বুলা চৌধুরী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

প্রশ্নঃ অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ দেরাদুন, উত্তরাখণ্ড।

প্রশ্নঃ সৌরভ চৌধুরী কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

প্রশ্নঃ হীনা সিন্ধু কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পাঞ্জাব। 

প্রশ্নঃ সতীশ কুমার কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

প্রশ্নঃ মেরি কম কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ মণিপুর। 

প্রশ্নঃ সুশীল কুমার কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ দিল্লী। 

প্রশ্নঃ বাজরাঙ্গ পুনিয়া কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

প্রশ্নঃ দীপক পুনিয়া কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

প্রশ্নঃ সাক্ষী মালিক কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

প্রশ্নঃ গীতা ফোগাত কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

প্রশ্নঃ দেবযানী সামন্ত কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ। 

প্রশ্নঃ দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ ত্রিপুরা। 

প্রশ্নঃ রাকেশ কুমার কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ দিল্লী। 

প্রশ্নঃ দীপক নিবাস কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

প্রশ্নঃ দ্যুতি চাঁদ কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ ওড়িশা। 

প্রশ্নঃ পি. টি. ঊষা কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ কেরালা। 

প্রশ্নঃ হিমা দাস কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ আসাম। 

প্রশ্নঃ নীরজ চোপড়া কোন রাজ্যের বাসিন্দা ?
উত্তরঃ হরিয়ানা। 

No comments:

Post a Comment