কে কোন খেলার সঙ্গে যুক্ত PDF | ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ PDF | Famous Sports Personalities in India
![]() |
কে কোন খেলার সঙ্গে যুক্ত PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ অর্থাৎ কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিকটি থেকে চাকরির পরীক্ষার প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে কে কোন খেলার সঙ্গে যুক্ত PDF টি শেয়ার করলাম।
যার মধ্যে ভারতের উল্লেখযোগ্য খেলোয়াড় ও সেই খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং তালিকাটি ভালো করে দেখে নাও ও প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
কে কোন খেলার সঙ্গে যুক্ত
খেলা | পুরুষ খেলোয়াড় | মহিলা খেলোয়াড় |
---|---|---|
ক্রিকেট | কপিলদেব, শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি, রোহিত শর্মা, অনিল কুম্বলে, সুনীল গাভাস্কার, জসপ্রীত বুমরাহ, আশ্বিন, রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কে. এল. রাহুল, কুলদীপ যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, গৌতম গাম্ভীর, রাহুল দ্রাবিড়, যুবরাজ, বীরেন্দ্র সেহবাগ, হারবাজান সিং, জাহির খান, রাহানে, ইরফান পাঠান, মনোজ প্রভাকর, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা, পুজারা … |
মিতালী রাজ, স্মৃতি মন্ধনা, ঝুলন গোস্বামী, পুণম যাদব, হরমনপ্রীত কৌর, গার্গী ব্যানার্জী, অরুন্ধতী ঘোষ, সুনিতা সিং, শিখা পাণ্ডে, মানষী যোশী, শেফালি বর্মা … |
ফুটবল | সুনীল ছেত্রী, গোষ্ঠ পাল, শৈলেন মান্না, চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া, শিবদাস ভাদুড়ী, সনৎ শেঠ, নারায়ণ দাস, মহম্মদ সেলিম, রবীন সিং, প্রণয় হালদার, গৌরমাঙ্গি সিং, কৃষাণু দে, বলবন্ত সিং, দেবজিত মজুমদার, আনোয়ার আলী … |
অদিতি চৌহান, অঞ্জনা সাইকিয়া, উপমতী দেবী, রোমি দেবী, রাধারানী দেবী, আশালতা দেবী, সুপ্রভা সামাল, মনীষা পাণ্ডে, কমলা দেবী, মনপ্রীত খের, সঙ্গীতা বাস্ফরি, পরমেশ্বরী দেবী, বেলা দেবী, সুস্মিতা মালিক … |
হকি | ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই, রাজেন্দ্রর সিং, দীপক ঠাকুর, গুরুবক্স সিং, পারগত সিং, মুকেশ কুমার, পি. কৃষ্ণমূর্তি, হরদয়াল সিং, চরণজিত সিং, সন্দীপ সিং, জাফর ইকবাল, অজিত পাল সিং, সর্দার সিং … |
ঋতু রাণী, জাসপ্রীত কৌর, সবিতা পুনিয়া, পুনম বারলা, বন্দনা কাটারিয়া, সুনিতা লাকরা, নেহা গোয়াল, রাণী রামপাল … |
দাবা | বিশ্বনাথন আনন্দ, পেন্টালা হরিকৃষ্ণ, কৃষ্ণাণ শশীকরণ, সূর্য শেখর গাঙ্গুলী, বাস্কারণ অধিবান, অভিজিৎ গুপ্ত, পরিমার্জন নেগি … |
কোনেরু হাম্পি, তানিয়া সাচদেব, হারিকা দ্রোণাভাল্লি, গীতা নারায়ণ গোপাল, রোহিণী খাদিল্কার, পদ্মিনী রাউত … |
ব্যাডমিন্টন | পুল্লেলা গোপীচাঁদ, শ্রীকান্ত কিদাম্বি, প্রণয় কুমার, চেতন আনন্দ, অজয় জয়রাম, সমীর বর্মা, পারুপল্লী কাশ্যপ, দীপঙ্কর ভট্টাচার্য, চিরাগ সেন, শুভঙ্কর দে … |
সাইনা নেহওয়াল, পি. ভি. সিন্ধু, জ্বালা গুট্টা, অর্পণা পোপাট, অশ্বিনী পোনাপ্পা, ঋতুপর্ণা দাস, গাদ্দে শিবানী, পি. সি. থুলাসি … |
তিরন্দাজি | তরুণদ্বীপ রাই, রজত চৌহান, অভিষেক বর্মা, জয়ন্ত তালুকদার, লিম্বা রাম, অতনু দাস, সন্দীপ কুমার, মঙ্গল সিং চম্পিয়া, শ্যামলাল … |
দীপিকা কুমারী, দোলা ব্যানার্জী, লক্ষ্মীরাণী ব্যানার্জী, তৃষা দেব, বোম্বাইলা দেবী, জ্যোতি সুরেখা ভেন্নাম, কমলিকা বারী, মুস্কান কিরার … |
গলফ | অর্জুন অটোয়াল, অনির্বাণ লাহিড়ী, জ্যোতি রান্ধাবা, শিব কাপুর, গগণজিত ভুল্লার, গৌরব ঘেই, শিব চৌরাসিয়া, শুভঙ্কর শর্মা, অজিতেশ সিন্ধু … |
অদিতি অশোক, শর্মিলা নিকোলেট, দীক্ষা দাগর, স্মৃতি মেহরা … |
বিলিয়ার্ড ও স্নুকার | পঙ্কজ আদবানি, গীত শেঠ, সৌরভ কোঠারি, মানান চন্দ্র, আদিত্য মেহতা … |
বিদ্যা পিল্লাই, চিত্রা, আর. উমাদেবী নাগরাজ, অনুজা ঠাকুর, বর্ষা সঞ্জীব … |
লন টেনিস | লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সোমদেব দেববর্মণ, রোহণ বোপান্না, রামকুমার রামানাথন, জুকি ভামব্রি, প্রকাশ অমৃতরাজ, শ্রীরাম বালাজি, আখতার আলী, রমেশ কৃষ্ণাণ … |
সানিয়া মির্জা, তারা আইয়ার, অঙ্কিতা রায়না, প্রার্থনা থম্বারে, সুনিতা রাও, ঈশা লাখানি … |
টেবিল টেনিস | শারাথ কামাল, হারমিত দেশাই, সৌম্যজিত ঘোষ, অমলরাজ অ্যান্থনি, সাথিয়ান গ্যানাসেকারান, সুব্রমনিয়াম রামান, শুভজিত সাহা … |
মণিকা বাত্রা, মৌমা দাস, পৌলমি ঘটক, মধুরিকা পাঠকর, সুতীর্থা মুখার্জী, অঙ্কিতা দাস … |
ভারোত্তোলন | রাগালা ভেংকট রাহুল, পারদীপ সিং, বিকাশ ঠাকুর, জেরেমি, সুধীর কুমার, মহম্মদ আসদুল্লাহ, সুখেন দে, সতিশ সিবলিঙ্গম … |
মীরাবাঈ চানু, খুমুকচাম সঞ্জিতা চানু, পুনম যাদব, কর্ণম মালেশ্বরী, ভারতী সিং, কবিতা দেবী, গীতা রাণী, প্রতিমা কুমারী, কুঞ্জরাণী দেবী … |
সাঁতার | বির্ধাওয়াল খাদে, সজন প্রকাশ, সন্দীপ সেজোয়াল, রেহান জাহাঙ্গীর, প্রশান্ত কর্মকার, মিহির সেন … |
বুলা চৌধুরী, স্মিতা দেশাই, শিখা টন্ডন, আরতী সাহা, রেশমি শর্মা, সুপ্রিয়া মণ্ডল, ভক্তি শর্মা … |
শুটার | সৌরভ চৌধুরী, জিতু রাই, অভিষেক বর্মা, সঞ্জীব রাজপুত, দীপক কুমার, মাইরাজ আহমেদ খান, বিজয় কুমার, গগণ নারাঙ্গ, অভিনব বিন্দ্রা, যশপাল রাণা, রাজ্যবর্ধন সিং রাঠোর … |
হীনা সিন্ধু, সোমা দত্ত, রোহী সার্নাবত, তেজস্বিনী সাবান্ত, দীপালি দেশপাণ্ডে, অঞ্জলি ভাগবত, ঐশ্বরিয়া সিং তোমার, চিংকি যাদব, অপূর্বী চান্ডেলা … |
বক্সিং | সতীশ কুমার, অখিল কুমার, জিতেন্দ্রর কুমার, শিবা থাপা, মহম্মদ আলী কামার, দেবেন্দ্র সিং, বিকাশ কৃষ্ণণ যাদব … |
মেরি কম, পিঙ্কি রাণী, কবিতা চাহাল, সরিতা দেবী, অরুণা মিশ্র, পূজা রাণী … |
স্কোয়াশ | সাইরাস পঞ্চা, ঋত্বিক ভট্টাচার্য, সৌরভ ঘোষাল, সিদ্ধার্থ সাচদে … |
জোশনা চিনাপ্পা, দীপিকা পাল্লিকাল কার্ত্তিক, জানিত ভিধি, অনকা আলঙ্কামণি, ভুবনেশ্বরী … |
কুস্তি | সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, বাজরাঙ্গ পুনিয়া, জিন্দের মাহাল, দীপক পুনিয়া, রবীন্দ্রর, সুমিত মালিক … |
সাক্ষী মালিক, গীতা ফোগাত, বিনেশ ভোগাত, ববিতা কুমারী, কবিতা দেবী, নভজোত কৌর, নির্মলা দেবী, দিব্যা কাক্রান … |
জিমন্যাস্টিক | রাকেশ কুমার, আশীষ কুমার, পার্থ মণ্ডল, বিবেক মিশ্র, প্রবীণ শর্মা, অলোক রঞ্জন … |
দেবযানী সামন্ত, দীপা কর্মকার, শেফালী মৌলিক, প্রীতি দাস, অরুণা রেড্ডি … |
কার রেসিং | নারায়ণ কার্থিকেয়ন, করুণ চান্দোক, সন্দীপ কুমার, আরমান ইব্রাহিম, আদিত্য প্যাটেল, গৌরব গিল … |
আলিশা আবদুল্লাহ, বাণী যাদব, স্নেহা শর্মা, সোনিয়া জেন … |
বাস্কেটবল | রবি ভরদ্বাজ, হনুমান সিং, অমৃতপাল সিং, জগদীপ সিং, আজমীর সিং … |
অর্পণা ঘোষ, দিব্যা সিং, প্রতিমা সিং, গিথু অন্ন, প্রশান্তি সিং … |
দৌড় | মিলখা সিং, ধরমবীর সিং, অনিল কুমার প্রকাশ, মানজিত কৌর … |
দ্যুতি চাঁদ, পি. টি. ঊষা, হিমা দাস, স্বপ্না বর্মণ, কৃষ্ণা পুনিয়া, সরস্বতী সাহা, চিত্রা সমন … |
কবাডি | দীপক নিবাস, রোহিত কুমার, অজয় ঠাকুর, রাকেশ কুমার … |
পূজা শর্মা, দীপিকা হেনরী, কল্যাণী মারেল্লা, সুস্মিতা পাবার … |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Famous Sports Personalities in India
Language : Bengali
Size : 0.7 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
■ প্রশ্নোত্তরে কে কোন খেলার সঙ্গে যুক্তঃ
প্রশ্নঃ ইরফান পাঠান কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ স্মৃতি মন্ধনা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
প্রশ্নঃ অদিতি চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
প্রশ্নঃ পরমেশ্বরী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
প্রশ্নঃ ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
প্রশ্নঃ ঋতু রাণী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
প্রশ্নঃ রাণী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
প্রশ্নঃ বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দাবা।
প্রশ্নঃ কোনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দাবা।
প্রশ্নঃ রজত চৌহান কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তিরন্দাজি।
প্রশ্নঃ দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তিরন্দাজি।
প্রশ্নঃ অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।
প্রশ্নঃ অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ।
প্রশ্নঃ পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ড ও স্নুকার।
প্রশ্নঃ বিদ্যা পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ড ও স্নুকার।
প্রশ্নঃ মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস।
প্রশ্নঃ অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস।
প্রশ্নঃ হারমিত দেশাই কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ টেবিল টেনিস।
প্রশ্নঃ মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ টেবিল টেনিস।
প্রশ্নঃ পারদীপ সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভারোত্তোলন।
প্রশ্নঃ মীরাবাঈ চানু কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ভারোত্তোলন।
প্রশ্নঃ সজন প্রকাশ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁতার।
প্রশ্নঃ বুলা চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁতার।
প্রশ্নঃ অভিষেক বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শুটার।
প্রশ্নঃ অঞ্জলি ভাগবত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ শুটার।
প্রশ্নঃ সতীশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।
প্রশ্নঃ মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।
প্রশ্নঃ ঋত্বিক ভট্টাচার্য কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ স্কোয়াশ।
প্রশ্নঃ জোশনা চিনাপ্পা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ স্কোয়াশ।
প্রশ্নঃ সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কুস্তি।
প্রশ্নঃ সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কুস্তি।
প্রশ্নঃ রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জিমন্যাস্টিক।
প্রশ্নঃ দেবযানী সামন্ত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ জিমন্যাস্টিক।
প্রশ্নঃ নারায়ণ কার্থিকেয়ন কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কার রেসিং।
প্রশ্নঃ বাণী যাদব কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কার রেসিং।
প্রশ্নঃ রবি ভরদ্বাজ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বাস্কেটবল।
প্রশ্নঃ অপর্ণা ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বাস্কেটবল।
প্রশ্নঃ মিলখা সিং কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দৌড়।
প্রশ্নঃ দ্যুতি চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ দৌড়।
প্রশ্নঃ দীপক নিবাস কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
প্রশ্নঃ পূজা শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
প্রশ্নঃ কল্যাণী মারেল্লা কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
প্রশ্নঃ রাকেশ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ কবাডি।
No comments:
Post a Comment