Breaking



Wednesday 15 September 2021

WBP Constable Preliminary Practice Set 11 in Bengali PDF

WBP Constable Preliminary Practice Set 11 in Bengali PDF

WBP Constable Preliminary Practice Set 11 in Bengali PDF Download
WBP Constable Preliminary Practice Set 11 in Bengali PDF Download
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
WBP Constable Preliminary পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে আজকের পোস্টে WBP Constable Preliminary Practice Set 11 in Bengali PDF, যার মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে।

নীচে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি কুইজ আকারে দেওয়া আছে দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও, যাতে করে অফলাইনে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধে হয়।

WBP Constable Preliminary Practice Set 11

 চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন ?
ⓐ ১২২১ সাল  
ⓑ ১২০৬ সাল
ⓒ ১২২৮ সাল
ⓓ ১২৩৬ সাল

 স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?
ⓐ গান্ধিজি
ⓑ নেতাজি
ⓒ ক্ষুদিরাম বসু
ⓓ বাল গঙ্গাধর তিলক  

 ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ?
ⓐ ১৭৫৬ সাল
ⓑ ১৭৬৫ সাল  
ⓒ ১৭৭৫ সাল
ⓓ ১৭৫৫ সাল

 নাসিক প্রশস্তি কার লেখা ?
ⓐ গৌতমী বলশ্রী  
ⓑ সমুদ্র গুপ্ত
ⓒ দ্বিতীয় পুলকেশী
ⓓ লক্ষণ সেন

 তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?
ⓐ বাবর
ⓑ কলহন
ⓒ আলবিরুণী  
ⓓ আবুল  ফজল

 কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে ?
ⓐ মহারাষ্ট্র  
ⓑ গুজরাট
ⓒ তামিলনাড়ু
ⓓ অন্ধ্রপ্রদেশ

 রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
ⓐ টাইবার  
ⓑ টেমস
ⓒ ডার্লিং
ⓓ দানিউব

 বাঘারু চরিত্রের স্রষ্টা কে ?
ⓐ সুকুমার রায়
ⓑ দেবেশ রায়  
ⓒ বুদ্ধদেব গুহ
ⓓ শিবরাম চক্রবর্তী

 ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয় ?
ⓐ ৪ঠা সেপ্টেম্বর
ⓑ ৪ঠা অক্টোবর
ⓒ ৪ঠা ডিসেম্বর  
ⓓ ৪ঠা মার্চ

 বায়ু আয়নিত থাকে কোন স্তরে ?
ⓐ মেসোস্ফিয়ার
ⓑ থার্মোস্ফিয়ার  
ⓒ স্ট্র্যাটোস্ফিয়ার
ⓓ ট্রোপোস্ফিয়ার

 কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয় ?
ⓐ উত্তরাখণ্ডকে  
ⓑ হরিয়ানাকে
ⓒ কেরালাকে
ⓓ হিমাচলপ্রদেশকে

 ভারতের প্রাচীনতম লিপির নাম কি ?
ⓐ এরান লিপি
ⓑ সোহর লিপি  
ⓒ জুনাগড় লিপি
ⓓ খালিমপুর লিপি

 ভূমধ্যসাগরের চাবি কাকে বলে ?
ⓐ জিব্রাল্টর প্রণালীকে  
ⓑ সুয়েজ খালকে
ⓒ পানামা খালকে
ⓓ কোনটিই নয়

 অরবিন্দ ঘোষের গুরু কে ছিলেন ?
ⓐ বিজয়কৃষ্ণ গোস্বামী
ⓑ গোপালকৃষ্ণ গোখলে
ⓒ সি. আর. দাস
ⓓ ঠাকুর সাহেব  

 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ?
ⓐ দুই
ⓑ তিন
ⓒ চার
ⓓ পাঁচ 

 আকবর কাকে খান-ই-খানান উপাধিতে ভূষিত করেন ?
ⓐ বৈরাম খাঁ  
ⓑ হুমায়ুন
ⓒ হাজি খাঁ
ⓓ বদাউনি

 ভারতের সামরিক শহর কাকে বলা হয় ?
ⓐ মানালি 
ⓑ ব্যাঙ্গালোর
ⓒ কলকাতা 
ⓓ মিরাট  

 ঔরঙ্গজেব কত সালে মারা যান ?
ⓐ ১৭০৫ সালে
ⓑ ১৭০৬ সালে
ⓒ ১৭০৭ সালে
ⓓ ১৭০৮ সালে

 ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন ?
ⓐ আকবর
ⓑ জাহাঙ্গীর
ⓒ শাহজাহান
ⓓ ঔরঙ্গজেব

 পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ?
ⓐ রঞ্জিত সিং
ⓑ লালা লাজপত রায়
ⓒ ভগত সিং
ⓓ বলদেব সিং 

 পরমাণুর ব্যাস মাপা হয় সাধারণত কোন এককে ?
ⓐ ফার্মি  
ⓑ পারসেক
ⓒ মিলিমিটার
ⓓ আংস্ট্রম

 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
ⓐ কৃষ্ণা
ⓑ কাবেরী
ⓒ সবরমতী
ⓓ চম্বল

 কোষের শক্তিঘর কাকে বলে ?
ⓐ ক্লোরোফিল 
ⓑ রাইবোজোম
ⓒ সাইট্রোপ্লাজম
ⓓ মাইটোকন্ড্রিয়া

 দেরাদুন কোন রাজ্যের রাজধানী ?
ⓐ ঝাড়খণ্ড
ⓑ উত্তরাখণ্ড
ⓒ পাঞ্জাব
ⓓ হরিয়ানা

 কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
ⓐ সিটা
ⓑ সিলিয়া
ⓒ ফ্লাজেলা
ⓓ নালিপদ 

 ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ?
ⓐ বোরন 
ⓑ বোমিন
ⓒ আয়োডিন
ⓓ ক্লোরিন

 কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় ?
ⓐ সঙ্গীত
ⓑ চলচ্চিত্র 
ⓒ সাহিত্য 
ⓓ নাটক 

 ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?
ⓐ অসম
ⓑ কেরল
ⓒ কর্ণাটক
ⓓ তামিলনাড়ু

 পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন ?
ⓐ উদয়ন
ⓑ অশোক
ⓒ বিম্বিসার
ⓓ মহাপদ্ম নন্দ 

 কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড থাকে ?
ⓐ আপেল
ⓑ আমলকী
ⓒ আম
ⓓ কমলালেবু


সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 11
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download

1 comment: