Breaking



Sunday 5 September 2021

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF | Part-10

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম, যার মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে।

নীচে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি কুইজ আকারে দেওয়া আছে দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও, যাতে করে অফলাইনে প্র্যাকটিস করতে সুবিধে হয়।

WBP Constable Preliminary Practice Set 10

রাজ্যপাল হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে ?
ⓐ ২১ বছর
ⓑ ২৫ বছর  
ⓒ ৩৫ বছর
ⓓ ৪০ বছর

■ অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচীর উদ্দেশ্য কি ?
ⓐ কৃষকদের উন্নয়ন
ⓑ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন
ⓒ ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন
ⓓ গরিব মানুষদের উন্নয়ন

 নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
ⓐ মৎস্য উৎপাদন
ⓑ তৈলবীজ উৎপাদন
ⓒ পেট্রোলিয়াম উৎপাদন
ⓓ আলু উৎপাদন

 ১৯২৮ সালের বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন ?
ⓐ মহাত্মা গান্ধী
ⓑ সর্দার বল্লভ ভাই প্যাটেল
ⓒ মহাদেব দেশাই
ⓓ বিনোবা ভাবে

 সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়েছিল ?
ⓐ আলীগড়
ⓑ ঢাকা
ⓒ লাহোর
ⓓ লখনৌ

 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
ⓐ রেটিনল
ⓑ ক্যালশিফেরল
ⓒ টোকোফেরল
ⓓ অ্যাসকরবিক অ্যাসিড

 মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করান কে ?
ⓐ ভারতের প্রধানমন্ত্রী
ⓑ ভারতের রাষ্ট্রপতি
ⓒ রাজ্যপাল  
ⓓ লোকসভার স্পিকার 

 আধুনিক শিল্প দানব কাকে বলে ?
ⓐ পাট শিল্প
ⓑ বয়ন শিল্প
ⓒ পেট্রোরসায়ন শিল্প
ⓓ চা শিল্প 

 উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
ⓐ অলটিমিটার
ⓑ ফ্যাদোমিটার
ⓒ ম্যানোমিটার
ⓓ ওডোমিটার

 কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
ⓐ কর্ণাটক
ⓑ অসম
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ হিমাচলপ্রদেশ

 অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ?
ⓐ কর্ণম মালেশ্বরী
ⓑ মীরা বাই চানু
ⓒ মেরি কম
ⓓ সাইনা 

 ভারতে সবুজ বিপ্লবের জনক কে ?
ⓐ এম. এস. স্বামীনাথন
ⓑ হীরালাল চৌধুরী 
ⓒ নরম্যান বড়লাগ
ⓓ ভার্গিস কুরিয়েন 

 গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
ⓐ আরাবল্লী
ⓑ সিঙ্গলিলা 
ⓒ কারাকোরাম
ⓓ ধাওলাধার

 বারীন্দ্র কুমার ঘোষ বাংলার কোন বিপ্লবী সমিতির সদস্য ছিলেন ?
ⓐ সাধনা সমাজ 
ⓑ অনুশীলন সমিতি
ⓒ স্বদেশ বান্ধব সমিতি
ⓓ কোনটিই নয় 

 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?
ⓐ রাষ্ট্রপতি
ⓑ উপরাষ্ট্রপতি 
ⓒ প্রধানমন্ত্রী
ⓓ লোকসভার স্পিকার

 কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
ⓐ ফুলকা
ⓑ শ্বাসনালী 
ⓒ ফুসফুস
ⓓ ত্বক

 কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?
ⓐ অসম
ⓑ কেরল
ⓒ ঝাড়খণ্ড
ⓓ অন্ধ্রপ্রদেশ

 ভারতের দুধের বালতি বলা হয় কাকে ?
ⓐ মেঘালয়
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ কেরল
ⓓ হরিয়ানা  

 দেবনাম প্রিয় উপাধিতে কে ভূষিত হন ?
ⓐ কণিষ্ক
ⓑ অশোক
ⓒ চন্দ্রগুপ্ত 
ⓓ সমুদ্র গুপ্ত

 স্বত্ববিলোপ নীতি এর প্রবর্তক কে ?
ⓐ লর্ড কার্জন
ⓑ ওয়ারেন হেস্টিংস
ⓒ লর্ড ক্যানিং 
ⓓ লর্ড ডালহৌসি  

 তথ্য অধিকার আইন কোন সালে পাস হয় ?
ⓐ ২০০০ সাল
ⓑ ২০০২ সাল 
ⓒ ২০০৫ সাল
ⓓ ২০০৭ সাল

 নীতি আয়োগ কত সালে গঠিত হয় ?
ⓐ ২০১৩ সাল
ⓑ ২০১৫ সাল
ⓒ ২০১৭ সাল
ⓓ ২০১৯ সাল 

 ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয় ?
ⓐ ১৭৬১ সাল
ⓑ ১৭৭৩ সাল
ⓒ ১৭৮৪ সাল
ⓓ ১৭৯৪ সাল

 ভারতের গোলাপি শহর কাকে বলে ?
ⓐ কলকাতা
ⓑ জয়পুর  
ⓒ যোধপুর
ⓓ সিমলা

 অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
ⓐ ১৯৬১ সাল  
ⓑ ১৯৬৩ সাল
ⓒ ১৯৬৫ সাল
ⓓ ১৯৬৭ সাল

 কোন পাথর মার্বেল রূপান্তরিত হয় ?
ⓐ গ্রানাইট
ⓑ পিট
ⓒ স্লেটপাথর
ⓓ চুনাপাথর

 নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত ?
ⓐ আমাজন
ⓑ হাডসন
ⓒ মিসিসিপি
ⓓ কোলোরাডো

 শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি ?
ⓐ আরু
ⓑ পারাঙ্গি
ⓒ কলানি গঙ্গা
ⓓ মহাবলী গঙ্গা

 ৪৫ তম সংবিধান সংশোধন কবে হয়েছিল ?
ⓐ ১৯৭০ সালে
ⓑ ১৯৭৫ সালে
ⓒ ১৯৮০ সালে
ⓓ ১৯৮৫ সালে

 গৌহাটি হাইকোর্ট কবে স্থাপিত হয় ?
ⓐ ১৯৩৫ সালে
ⓑ ১৯৪৪ সালে
ⓒ ১৯৪৮ সালে
ⓓ ১৯৮৪ সালে

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 10
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment