জিকে প্রশ্নোত্তর | GK Album Part-168
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-168 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-168
■ বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয় ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
■ রাজ্য সচিবালয়ের শীর্ষাধিকারী কে ?
উত্তরঃ মুখ্য সচিব।
■ পিত্তরসের উৎস স্থল -
উত্তরঃ যকৃৎ।
■ লাখবক্স নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক।
■ বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ হাইগ্রোমিটার।
■ তৃতীয় শিখ গুরুর নাম কি ?
উত্তরঃ গুরু অমরদাস।
■ কাকে ভুটানের প্রবেশদ্বার বলা হয় ?
উত্তরঃ ডুয়ার্স।
■ কপালকুণ্ডলা উপন্যাসটি কে রচনা করেন ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
■ নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলা হয় ?
উত্তরঃ লাসাকে।
■ সোনালী আঁশের দেশ বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ বাংলাদেশ।
আগের পর্বঃ
No comments:
Post a Comment